সংখ্যায় সংখ্যায় ব্রাজিল-কোস্টারিকা ম্যাচ

অনুশীলনে ব্রাজিল। ছবিঃ রয়টার্স

দুই দলের জন্যই ম্যাচটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই ম্যাচেও পয়েন্ট হারালে পরের পর্বে যাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়ে যাবে ব্রাজিল। আর টুর্নামেন্টে টিকে থাকতে হলে এই ম্যাচে হার এড়ানোর বিকল্প নেই কোস্টারিকার সামনে। বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় শুরু হতে যাওয়া এই ম্যাচের আগে পরিসংখ্যানের দিকে একবার নজর দেয়া যাক।

হেড টু হেড:

১) কোস্টারিকার বিপক্ষে ১০ বার মুখোমুখি হয়ে ৯ বারই জিতেছে ব্রাজিল। কোস্টারিকার একমাত্র জয়টি সেই ১৯৬০ সালে।

২) বিশ্বকাপে এই নিয়ে তৃতীয়বারের মতো মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। দুইবারই জিতেছে ব্রাজিল। ১৯৯০ বিশ্বকাপে ১-০ গোলে, ও ২০০২ বিশ্বকাপে ৫-২ গোলে।

ব্রাজিল:

১) এই নিয়ে বিশ্বকাপে টানা তিন ম্যাচে জয়হীন আছে ব্রাজিল। গত বিশ্বকাপের সেমিফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে হারার পর এবার প্রথম ম্যাচে ড্র করেছে সেলেসাওরা। বিশ্বকাপে টানা তিন ম্যাচ জিততে পারেনি ব্রাজিল, এমনটা শেষবার হয়েছে ১৯৭৮ বিশ্বকাপে। সেবার টানা চার ম্যাচ জয়হীন ছিল দলটি।

২) বিশ্বকাপে ব্রাজিলের গোলপোস্ট উদ্দেশ্য করে প্রতিপক্ষ দলের নেয়া সর্বশেষ ১৩ টি শটের ১০ টিতেই গোল খেয়েছে ব্রাজিল। 

৩) সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের জার্সি গায়ে নিজের একাদশ গোল পেয়েছেন ফিলিপে কৌতিনহো, এর মধ্যে ৫ টিই করেছেন বক্সের বাইরে থেকে লং রেঞ্জ শটে।

কোস্টারিকা:

১)  বিশ্বকাপে লাতিন প্রতিপক্ষের বিপক্ষে মাত্র একবারই জিততে পেরেছে কোস্টারিকা। গত বিশ্বকাপে উরুগুয়েকে ৩-১ গোলে হারিয়েছিল তারা।

২) সার্বিয়ার কাছে হারার আগে বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচ অপরাজিত ছিল দলটি। ২০০৬ এর পর বিশ্বকাপে টানা দুই ম্যাচে পরাজয়ের স্বাদ পেতে হয়নি দলটিকে। এর আগে টানা চার ম্যাচ হারার নজিরও আছে কোস্টারিকার।

৩) বিশ্বকাপে সর্বশেষ ৩১ শটের মধ্যে মাত্র একটিকেই গোলে রুপান্তরিত করতে পেরেছে কেইলর নাভাসের দল।

৪) ব্রাজিলের বিপক্ষে খেলা সবশেষ ম্যাচে ১-০ গোলে হেরেছিল কোস্টারিকা। ২০১৫ সালের ০৫ সেপ্টেম্বর সর্বশেষ মুখোমুখি হয়েছিল দুই দল।

Comments

The Daily Star  | English

Students, teachers declare 'shutdown' at JnU

JnU students have continued their blockade at the capital's Kakrail intersection for the second consecutive day

1h ago