‘আর্জেন্টাইনরা মেয়েদের মতো কান্না করে’

প্রথম ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ড্র, পরের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে পরাজয়। তাই দ্বিতীয় রাউন্ডের সমীকরণটা বেশ জটিল হয়ে গেছে আর্জেন্টিনার। আর তাতেই বেশ হতাশ হয়ে পড়েছে আলবিসেলেস্তারা। এমনকি মেয়েদের মতো মেঝেতে গড়াগড়ি করে কান্না করছেন বলে জানিয়েছেন ক্রোয়েশিয়ার ডিফেন্ডার সিমে ভ্রোসাইকো।

মূলত বৃহস্পতিবার রাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে বড় হারে বিদায়টা অনেকটাই নিশ্চিত আর্জেন্টিনার। তবে যদি কিন্তুতে এখনও ঝুলে আছে গ্রুপের বাকি ম্যাচের ফলাফলের উপর। ম্যাচের ৫৩ মিনিটে গোলরক্ষক উইলফ্রেদ কাবায়েরো ভুলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। পরের অলআউট খেলতে গিয়ে গোল খায় আরও দুইটি।

আর এ হারের পর নিজেদের নিয়ন্ত্রণ রাখতে পারছেন না আর্জেন্টাইনরা। ম্যাচেই বেশ কয়েকবার তর্কে ঝরিয়েছেন। শরীরী ভাষায় হতাশা প্রকাশ করেছেন। বাদ যাননি শান্ত স্বভাবের লিওনেল মেসিও। এমনকি ড্রেসিং রুমে ফিরে মেঝেতে পড়ে কেঁদেছেনও। আর তাতেই টিপ্পনী কাটতে ছাড়েননি ভ্রোসাইকো।

আর্জেন্টাইন খেলোয়াড়দের এমন আচরণ কিছুটা হলেও অবাক করেছে ভ্রোসাইকোকে, ‘আমি জানি না তারা খেলাটা কিভাবে দেখেছে। আমি আর্জেন্টাইনদের দেখেছি মেঝেতে পড়ে থেকে মেয়েদের মতো কান্না করতে। ’

আর অবাক হওয়ার কারণটাও জানিয়েছেন বেশ যুক্তির সঙ্গেই, ‘আমরা সেখানে ভালো ও শক্তিশালী ছিলাম। ভালো সুযোগ আমরা তৈরি করেছি। তারা যদি পরের রাউন্ডে যেতে চায় তাহলে তাদের পরের ম্যাচে অবশ্যই ভালো করতে হবে। ’

আর্জেন্টিনার বিপক্ষে আগের দিন যোগ্য দল হিসেবেই জিতেছে ক্রোয়েশিয়া। গোল করার মতো পরিষ্কার সুযোগ তৈরি করেছে তারাই। তাই ফলাফলটা স্বাভাবিকভাবে মেনে নিতেই বলছেন ভ্রোসাইকো। এবং যদি কিন্তুতে ঝুলে থাকা দ্বিতীয় রাউন্ডের জন্য পরের ম্যাচে ফোকাস করার আহ্বান জানান এ ক্রোয়েট ডিফেন্ডার।

Comments

The Daily Star  | English

CMP chief orders police to open fire if faced with weapons

The verbal directive, issued over wireless on Tuesday night, applies to all CMP personnel

1h ago