সড়ক দুর্ঘটনায় ৮ জেলায় ঝরে গেল ৩৩ প্রাণ

গাইবান্ধা, রংপুর, নাটোর, গোপালগঞ্জ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৩ জন নিহত ও আরও ৮২ জন আহত হয়েছেন। গত মধ্যরাত থেকে আজ সকালের মধ্যে দুর্ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে।

গাইবান্ধা, রংপুর, নাটোর, গোপালগঞ্জ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৩ জন নিহত ও আরও ৮২ জন আহত হয়েছেন। গত মধ্যরাত থেকে আজ সকালের মধ্যে দুর্ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে।

এর মধ্যে গাইবান্ধায় ১৬ জন, রংপুরে ছয় জন ও নাটোর, সিরাজগঞ্জ, গোপালগঞ্জ, ফরিদপুর ও লক্ষ্মীপুরে দুজন করে ও ঢকা জেলার সাভারে একজন নিহত হয়েছেন।

ইউএনবি জানায়, গাইবান্ধার পলাশবাড়ীতে ভোর সাড়ে ৫টার দিকে গরুহাটি এলাকায় একটি বাস গাছের সঙ্গে ধাক্কা লেগে অন্তত ১৬ জন নিহত হন। এতে আহত হন আরও ৩৭ জন বাসযাত্রী। হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার ধারের একটি গাছে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আট জন নিহত হন। আহতদের হাসপাতালে নেওয়ার পথে তাদের মধ্য থেকে আরও আট জন মারা যান।

দ্য ডেইলি স্টারের দিনাজপুর প্রতিনিধি জানান, গত মধ্যরাতের পর রংপুরের পাগলাপীরে বিআরটিসি’র একটি দোতলা বাসকে বালুবাহী একটি ট্রাক ধাক্কা দিলে ছয় জন নিহত হন। দুর্ঘটনাকবলিত বাসটি দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশে আসছিল।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত নিশ্চিত করতে পারেনি পুলিশ। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

রংপুরের তারাগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ হেল বাকি বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি বিআরটিসির ঈদ স্পেশাল সার্ভিসের। দিনাজপুর থেকে ঈদের ফিরতি যাত্রীদের নিয়ে বাসটি পাগলাপীরে যাওয়ার পর পেছনের একটি টায়ার ফেটে যায়। বাসটির চালক ও সহকারী রাস্তার ধারেই টায়ার মেরামতের কাজ করছিলেন। এসময় বেশ কয়েকজন যাত্রী বাসটির পেছনের দিকে দাঁড়িয়ে ছিলেন। রাত আড়াইটার দিকে বালুবাহী একটি দ্রুতগামী বাসটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ছয় জন নিহত ও আরও পাঁচ জন আহত হন।

নাটোরে শহরের আলাইপুরে আজ সকাল সাতটার দিকে বালুবাহী একটি ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুজন নিহত হয়েছেন বলে ইউএনবিকে জানিয়েছেন নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মহিউদ্দিন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।

নিহতরা হলেন, সুলতানা রানী দেবনাথ ও কানাইলাল দেবনাথ। নলডাঙ্গা উপজেলার সোনাপাতিল গ্রামে তাদের বাড়ি। আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago