'সেরা ছন্দে ফিরতে নেইমারের আরও সময় দরকার'
বিশ্বকাপে এসেছেন প্রায় চার মাসের লম্বা ইনজুরি কাটিয়ে। অনুশীলনেও হালকা চোট পেয়েছিলেন বলেও শোনা গিয়েছিল। সব মিলিয়ে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে তাই নেইমারকে নিজের সেরা ছন্দে দেখা যায়নি। ব্রাজিল কোচ তিতেও বলছেন, নিজের চেনা ছন্দে ফিরতে নেইমারের আরও সময় প্রয়োজন।
কোস্টারিকার বিপক্ষে গোল পেলেও নেইমারের খেলা ঠিক মন ভরাতে পারেনি ফুটবলপ্রেমীদের। ড্রিবলিং স্কিল দেখিয়েছেন কিছু, ডিফেন্স চেরা পাসও দিয়েছেন তবে বলের নিয়ন্ত্রণ হারিয়েছেন বেশ কয়েকবার, নিশ্চিত কয়েকটি গোলের সুযোগ পেলেও কখনো মেরেছেন বারের উপর দিয়ে, আবার কখনো বা কেইলর নাভাসের হাতে। অফ ফর্মের নেইমারকে নিয়ে তাই একটু হলেও দুশ্চিন্তায় আছে ব্রাজিল। তবে তিতে আশ্বস্ত করছেন, একটু সময় পেলেই আবার নিজের বিধ্বংসী রুপে ধরা দেবেন নেইমার।
ম্যাচ শেষে তিতে বলেছেন, ‘নেইমার একটা প্রক্রিয়ার ভেতর দিয়ে যাচ্ছে। প্রক্রিয়াটা এখনও চলমান। সে পুরো ম্যাচ খেলেছে। সে ও কিন্তু একজন মানুষ। নিজের সেরা ছন্দে ফিরতে তাঁরও একটু সময়ের দরকার আছে। তবে তার আগে আমাদের দলগতভাবে আরও শক্তিশালী হতে হবে, আমরা একজনের উপর নির্ভর করে থাকতে পারি না।’
ব্রাজিলের বিপক্ষে যেন একাই চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন কোস্টারিকার গোলকিপার কেইলর নাভাস। নির্ধারিত সময় পর্যন্ত আটকে রেখেছিলেন ব্রাজিলকে। কিন্তু যোগ করা সময়ের প্রথম মিনিটেই কুতিনহো গোল দেয়ায় হাঁফ ছেড়ে বাঁচে ব্রাজিল। তিতেও যে প্রচণ্ড উৎকণ্ঠার মধ্যে ছিলেন, কুতিনহোর গোলের পর উল্লাসে মাতোয়ারা হয়ে তাঁর দৌড় দেখেই বোঝা গেছে সেটি। তবে দৌড়াতে গিয়ে আহতও হয়েছেন খানিকটা, ‘বোধহয় পেশীতে টান লেগেছে আমার। গোল উদযাপনের পর থেকেই খোঁড়াচ্ছি আমি। আমরা একটু বেশিই উত্তেজিত হয়ে পড়েছিলাম।’
প্রায় পুরো সময় জুড়েই রক্ষণাত্মক খেলে যাওয়ায় অনেকেই কোস্টারিকার গেম প্ল্যানিংয়ের সমালোচনা করছেন। তবে দলটির কোচ অস্কার রামিরেজ নিজেদের কৌশলে ভুল কিছু দেখছেন না, ‘আমি জানি না আমরা আর কী করতে পারতাম। আমরা যা করেছি একদম ঠিকই করেছি। আপনাদের তো এটা মাথায় রাখতে হবে, আমরা বিশ্বের দ্বিতীয় সেরা দলের সাথে খেলছিলাম। তাদের দারুণ সব খেলোয়াড় আছে। আমাদের শক্তিমত্তা আর ওদের শক্তিমত্তা বিবেচনায় নিলে বলতে হবে, আমাদের কৌশলে ভুল কিছু ছিল না।’
Comments