জার্মানি বনাম সুইডেন: ভবিষ্যদ্বাণী, একাদশ ও রেকর্ড

জার্মানি বনাম সুইডেন ভবিষ্যদ্বাণী

আক্ষরিক অর্থেই বাঁচা-মরার ম্যাচ বলে যদি কিছু থেকে থাকে, তাহলে জার্মানির জন্য এই ম্যাচ সেটিই। মেক্সিকোর কাছে হেরে একেবারে খাদের কিনারায় দাঁড়িয়ে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা, ড্র করলেও তাও আশা টিকে থাকবে, আজ হেরে গেলে সরাসরি বিদায়ঘণ্টাই বেজে যাবে জোয়াকিম লো’র দলের। আর সুইডেন জিতে গেলে ছয় পয়েন্ট নিয়ে নিশ্চিত করে ফেলবে পরের পর্ব।

ম্যাচের ফলাফল কী হবে তা যাবে ম্যাচ শেষে, তবে তার আগেই ফলাফলের ভবিষ্যদ্বাণী নিয়ে হাজির আমরা। পাশাপাশি দুই দলের সম্ভাব্য একাদশ ও কৌশলও তুলে ধরা হলো-

ম্যাচ কখন?

বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টা শনিবার, ২৩ জুন।

কোথায়?

ফিশট স্টেডিয়াম, সোচি।

নজরে থাকবেন যারা:

জার্মানির হয়ে আলো ছড়াতে পারেন মার্কো রয়েস। আগের ম্যাচে নেমেছিলেন বদলি হিসেবে, মেক্সিকোর বিপক্ষে দলের বাজে পারফরম্যান্সের পর আজ থাকতে পারেন প্রথম একাদশে। ইনজুরির কারণে ব্রাজিল বিশ্বকাপ মিস করা রয়েসের কাছে জার্মানদের প্রত্যাশা অনেক। উইংয়ে নিজের দুরন্ত গতি দিয়ে সুইডিশ রক্ষণকে ভোগাতে পারেন রয়েস।

অপরদিকে জার্মানদের মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারেন তরুণ সুইডিশ উইঙ্গার এমিল ফোর্সবার্গ। খেলেন জার্মান ক্লাব আরবি লেইপজিগের হয়েই, জার্মান ফুটবলের সংস্কৃতি তাই বেশ ভালোই জানা আছে ফোর্সবার্গের। লেইপজিগের রুপকথার মতো উত্থানের পেছনে বড় ভূমিকা ছিল ফোর্সবার্গের। আগের ম্যাচে তরুণ হার্ভিং লোজানোর পর এই ম্যাচে তাই জার্মান রক্ষণে ত্রাস ছড়াতে পারেন এই সুইডিশ তরুণ।

সম্ভাব্য একাদশ ও ফর্মেশন:

জার্মানি (৪-২-৩-১): ম্যানুয়েল নয়্যার; জশুয়া কিমিচ, জেরোম বোয়াটেং, নিকোলাস সুলে, জোনাস হেক্টর; ইলকায় গুন্ডোগান, টনি ক্রুস; থমাস মুলার, মেসুত ওজিল, মার্কো রয়েস; মারিও গোমেজ।

সুইডেন (৪-৪-২): রবিন ওলসেন; মাইকেল লাসটিগ, ভিক্টর লিন্ডেলফ, আন্দ্রেস গ্রাঙ্কভিস্ট, লুডভিগ অগাস্টিনসন; ভিক্টর ক্লাসেন, সেবাস্তিয়ান লারসন, আলবিন একদাল, এমিল ফোর্সবার্গ; মার্কাস বার্গ, ওলা টোইভোনেন।

সম্ভাব্য স্কোর: সুইডেন ২-১ জার্মানি

অতিরিক্ত সংযোজন:

১) ১৯৩৮ সালের পর এই প্রথমবারের মতো গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ার শঙ্কায় আছে জার্মানি।

২) দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গোল করে বিশ্বকাপ অভিষেকে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ডে মার্টিন পালের্মোর পরের স্থানটি দখলে নিয়েছেন সুইডিশ অধিনায়ক আন্দ্রেস গ্রাঙ্কভিস্ট।

৩) ১৯৫৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয়ের দেখা পেয়েছে সুইডেন।

৪) প্লে অফের দুই লেগ মিলিয়ে ইতালিকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপে আসা সুইডেন ২০০৬ সালের পর প্রথমবারের মতো নক আউট পর্বে ওঠার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে।  

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Banning party activities: Govt amends anti-terror law

The interim government is set to bring the curtain down on the Awami League as a functioning political party.

4h ago