‘মেসির বিশ্বকাপ দুর্দশা অব্যাহত থাকুক’
বিশ্বকাপে একদমই নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না লিওনেল মেসি। দুই ম্যাচ খেলে গোল তো দূরের কথা, কোন অ্যাসিস্ট ও করতে পারেননি। এমনকি খেলায় বলার মতো কোন প্রভাবও রাখতে পারছেন না। এক কথায় বলতে গেলে মেসির জন্য দুর্দশাপূর্ণ এক বিশ্বকাপই কাটছে এবার। আর সেটিরই সুযোগ নিতে চাইছেন নাইজেরিয়ান স্ট্রাইকার কেলেচি ইহিনাচো। বলছেন, মেসির এমন দুর্দশা অব্যাহত থাকুক অন্তত আরও এক ম্যাচ!
ইহিনাচোর এমন চাওয়া আসলে অমূলক কিছুও নয়। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে ইহিনাচোর নাইজেরিয়া ও মেসির আর্জেন্টিনা। পরের পর্বে উঠতে হলে জয় তো বটেই, অন্তত ড্র নিয়ে হলেও মাঠ ছাড়তে হবে নাইজেরিয়াকে। মেসিকে তাই নিষ্প্রভ তো দেখতেই চাইবেন ইহিনাচো! মেসি জ্বলে উঠলে নাইজেরিয়ার আশা যে ধূলিসাৎ হয়ে যাবে, সেটি ভালোই জানা নাইজেরিয়ানদের।
গোল ডট কমের কাছে নিজের এমন ইচ্ছার কথা ব্যক্ত করেছেন ইহিনাচো, ‘আমি মেসিকে পছন্দ করি। কিন্তু আমি চাইবো অন্তত আর একটি ম্যাচে মেসি অফ ফর্মে থাকুক।’
‘এমন একটি বড় দলের বিপক্ষে খেলা আমাদের জন্য অনেক প্রেরণার বিষয়। আইসল্যান্ডের বিপক্ষে এই জয় আমাদের আরও আত্মবিশ্বাসী করে তুলবে।’
Comments