অনুমতি পেল ‘ভাইজান’
অনুমতি পেলো শাকিব খান অভিনীত ‘ভাইজান এলো রে’ ছবিটি। সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে প্রদর্শনের জন্য তথ্য মন্ত্রণালয় অনুমতি দিয়েছে কলকাতার এই ছবিটির।
‘ভাইজান এলো রে’ আমদানি করে বাংলাদেশে মুক্তি দিচ্ছে ঢাকার এন ইউ ট্রেডার্স। প্রতিষ্ঠানটির কর্ণধার ও প্রযোজক কামাল মোহাম্মদ কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
দ্য ডেইলি স্টার অনলাইনকে তিনি বলেন, “গত ২৮ মে ছবিটি জমা পড়েছিল। এরপর গত ২১ জুন তথ্য মন্ত্রণালয় ছবিটি প্রদর্শনের অনুমতি দেয়। আশা করছি, মন্ত্রণালয়ের অনুমতিপত্র চলতি সপ্তাহে হাতে পাওয়া যাবে।”
অনুমতিপত্র পাওয়ার পর তা এই সপ্তাহেই সেন্সরে জমা দেওয়া হবে বলেও উল্লেখ করেন কিবরিয়া। তাঁর মতে, জুলাইয়ের মাঝামাঝি সময়েই ‘ভাইজান এলো রে’ বাংলাদেশে প্রদর্শিত হবে। “সেন্সর ছাড়পত্র পেলেই মুক্তির তারিখ জানাবো,” যোগ করেন তিনি।
জয়দীপ মুখার্জী পরিচালিত ‘ভাইজান এলো রে’ ছবিতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত, বিশ্বনাথ, শাহেদ আলী, দীপা খন্দকার, মনিরা মিঠু প্রমুখ।
এসকে মুভিজ প্রযোজিত ‘ভাইজান এলো রে’ ঈদ উপলক্ষে কলকাতার ৭৮ সিনেমা হলে মুক্তি পায়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদে মুক্তিপ্রাপ্ত কলকাতার অন্য ছবিগুলোর সাথে পাল্লা দিয়ে ব্যবসা করছে এটি।
Comments