নেইমারের আচরণে কষ্ট পেয়েছেন থিয়াগো সিলভা!

প্রথম ম্যাচে পয়েন্ট হারানোর পর দ্বিতীয় ম্যাচে কাঙ্ক্ষিত জয় পেয়েছে দল, ব্রাজিল সমর্থকদের এখন ফুরফুরে মেজাজেই থাকার কথা। তবে এরই মধ্যে সাড়া ফেলে দিয়েছে থিয়াগো সিলভার বক্তব্য। কোস্টারিকার বিপক্ষে অধিনায়কের দায়িত্ব পালন করা সিলভা বলেছেন, ম্যাচ চলাকালীন সময়েই তাকে অপমান করেছেন নেইমার, তাতে কষ্ট পেয়েছেন এই ডিফেন্ডার।
 Neymar and Thiago Silva
ব্রাজিলের অনুশীলনে পাশাপাশি বসে আছেন নেইমার ও থিয়াগো সিলভা, ছবিঃ রয়টার্স (ফাইল)

প্রথম ম্যাচে পয়েন্ট হারানোর পর দ্বিতীয় ম্যাচে কাঙ্ক্ষিত জয় পেয়েছে দল, ব্রাজিল সমর্থকদের এখন ফুরফুরে মেজাজেই থাকার কথা। তবে এরই মধ্যে সাড়া ফেলে দিয়েছে থিয়াগো সিলভার বক্তব্য। কোস্টারিকার বিপক্ষে অধিনায়কের দায়িত্ব পালন করা সিলভা বলেছেন, ম্যাচ চলাকালীন সময়েই তাকে অপমান করেছেন নেইমার, তাতে কষ্ট পেয়েছেন এই ডিফেন্ডার।

ঘটনা কোস্টারিকার বিপক্ষে ম্যাচের ৮৩ মিনিটের। সিলভার দাবি, খেলা থামিয়ে কোস্টারিকার এক খেলোয়াড়ের সাথে বেশ কিছুক্ষণ কথা বলেন রেফারি। এরপর খেলা পুনরায় শুরু হলে খেলোয়াড়সুলভ মানসিকতা দেখানোর জন্য বল স্বেচ্ছায় কোস্টারিকার খেলোয়াড়দের দিকে ঠেলে দেন তিনি। আর এই বিষয়টি মানতে পারেননি নেইমার। মাঠের মধ্যেই কটু ভাষায় অপমান করেছেন তাকে।

ইএসপিনের খবরে বলা হয়, নেইমারের এমন আচরণে যে অনেক কষ্ট পেয়েছেন, তা নিজের কথাতেই পরিষ্কার করে দিয়েছেন সিলভা, ‘আমি ওকে আমার ছোট ভাইয়ের মতো দেখি। ছোট ভাইয়ের মতো করে আগলে রাখার চেষ্টা করি ওকে, পরামর্শ দেই। কিন্তু আজকে (খেলার দিন) ওর এমন আচরণে আমি সত্যিই খুব কষ্ট পেয়েছি। আমি যখন কোস্টারিকার খেলোয়াড়দের উদ্দেশ্যে বল ঠেলে দেই, তখন ও আমাকে দোষারোপ করেছে।’

কেন অমন কাজ করেছিলেন, সেটির ব্যাখ্যাও দিয়েছেন পিএসজিতে নেইমারের সতীর্থ সিলভা, ‘আমি কোন ভুল কাজ করিনি। কারণ আমার মনে হয়েছিল ওরা ইচ্ছে করে খেলার গতি কমিয়ে দিতে চাইছিলো। আমি বলটা ছেড়ে দিয়েছিলাম, কারণ এটা খেলোয়াড়সুলভ মানসিকতার অংশ। আমি যা করেছি তার জন্য আমি মোটেও চিন্তিত নই। কিন্তু নেইমার আমাকে ওভাবে দোষারোপ করায় আমি ভীষণ আঘাত পেয়েছি।’

ঘটনা যতই ছোট হোক, সার্বিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলে এমন কলহের খবরে নিশ্চয়ই খুব একটা খুশি হবেন না ব্রাজিল ভক্তরা।

Comments

The Daily Star  | English

The psychological costs of an uprising

The systemic issues make even the admission of one’s struggles a minefield

12h ago