জাপানের কোন কিছু নিয়েই চিন্তিত নই: সেনেগাল কোচ
আগের ম্যাচে পোল্যান্ডকে হারানোয় এই ম্যাচে জিতলেই শেষ ষোলো অনেকটাই নিশ্চিত হয়ে যাবে সেনেগালের। একই পরিস্থিতির সামনে দাঁড়িয়ে সেনেগালের প্রতিপক্ষ জাপানও। সেনেগালকে হারাতে পারলে পরের পর্বে প্রায় এক পা দিয়েও রাখবে জাপান। তবে জাপানকে নিয়ে মোটেও চিন্তিত নন সেনেগাল কোচ আলিউ সিসে। জাপান দলের কোন কিছুই তাঁকে ভাবাচ্ছে না বলেও বলছেন তিনি।
৪২ বছর বয়সী সিসে বলছেন, ‘আমরা জানি তাদের ঐক্যবদ্ধভাবে খেলার সামর্থ্য আছে। বল পায়ে থাকলে কীভাবে খেলতে হয় সেটা তারা ভালোই জানে। পাস দেয়ার মতো তাদের ভালো খেলোয়াড় আছে। প্রতিপক্ষকে চাপে ফেলতেও সক্ষম তারা। তবে এই জাপান দলের কোন কিছুই আমাকে তেমন ভাবাচ্ছে না।’
তবে তাই বলে জাপানকে হালকাভাবে নেয়ার মতো ভুল করছেন না সেনেগাল কোচ। ম্যাচটা সহজ হবে না বলেও মনে করছেন তিনি, ‘দুই দলই নিজেদের প্রথম ম্যাচে জিতেছে। জাপান কলম্বিয়াকে হারিয়েছে, যারা কি না বিশ্বের অন্যতম সেরা দলগুলোর মধ্যে একটি। ম্যাচটা আমাদের জন্য কঠিনই হতে যাচ্ছে।’
‘দুই দলই ম্যাচটা জিততে চাইবে, কারণ জিতলেই শেষ ষোলো প্রায় নিশ্চিত। এটাই সামনের ম্যাচের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিজের একাদশ বা কৌশলও প্রকাশ্যে আনতে রাজি হননি ২০০২ বিশ্বকাপে সেনেগালকে নেতৃত্ব দেয়া সিসে, ‘ম্যাচের আগেই আমি আমার অস্ত্র সম্পর্কে প্রতিপক্ষকে ধারণা দিয়ে দেয়ার পক্ষপাতী নই। আমার দলে ২৩ জন খেলোয়াড় আছে, এবং তারা প্রত্যেকে সামনের ম্যাচের একাদশে থাকার যোগ্য। আমরা আগের ম্যাচের চেয়ে ভিন্ন ট্যাকটিকস নিয়েও খেলতে নামতে পারি। কোন ট্যাকটিকসে খেলব সেটা নির্ভর করে আমাদের প্রতিপক্ষ কে তার উপর।’
Comments