ভাঙচুর মামলায় খালেদার জামিন নিয়ে সিদ্ধান্ত আগামীকাল
কুমিল্লায় এক মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকবে কি না সে ব্যাপারে আগামীকাল সিদ্ধান্ত জানাবে আপিল বিভাগ। ভাঙচুরের অভিযোগে করা ওই মামলায় হাইকোর্টের দেওয়া জামিনের ব্যাপারে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল শুনানি শেষে আদেশের জন্য আগামীকাল দিন ধার্য করেন সর্বোচ্চ আদালত।
কুমিল্লার চৌদ্দগ্রামে ২০১৫ সালের ২৫ জানুয়ারি গাড়ি ভাঙচুরের মামলায় খালেদা জিয়াকে আসামি করা হয়েছিল। ওই মামলায় গত ২৮ মে হাইকোর্ট তাকে ছয় মাসের জামিন মঞ্জুর করেন।
আজ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ খালেদার জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানি শেষে আদেশের জন্য আগামীকাল দিন ধার্য করেন।
শুনানিতে অংশ নিয়ে এটর্নি জেনারেল মাহবুবে আলম হাইকোর্টের দেওয়া জামিন বাতিল করার জন্য আপিল বিভাগের কাছে আর্জি জানান। অন্যদিকে খালেদার পক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন, এজে মোহাম্মদ আলী ও একে মাহবুব উদ্দিন খোকন। তারা ওই মামলায় খালেদার জামিন বহাল রাখার আর্জি জানান।
Comments