বিশ্বকাপ জিতে তবেই অবসর নিতে চান মেসি

Lionel Messi
লিওনেল মেসি। ছবি: রয়টার্স

এই কয়দিন আগেও হাভিয়ের জানেত্তি বলেছিলেন, রাশিয়া বিশ্বকাপ জিততে না পারলে হতাশায় অবসর নিয়ে নিতে পারেন দলের সের তারকা লিওনেল মেসি। তবে মেসি নিজে সেরকমটা ভাবছেন না। বিশ্বকাপ না জিতে অবসর নিতে চান না বলে জানিয়েছেন তিনি।

জাতীয় দলের হয়ে বড় একটি ট্রফি জয়ের ইচ্ছার কথা বহুবারই জানিয়েছেন মেসি। এমনকি বার্সেলোনার হয়ে জেতা সব শিরোপার বদলে হলেও আর্জেন্টিনার জার্সি গায়ে একটি শিরোপার স্বাদ পেতে চান তিনি। গতকাল ছিল মেসির ৩১ তম জন্মদিন। জন্মদিন উদযাপনের সময়ই নিজের এমন আকাঙ্ক্ষার কথা আরও একবার জানিয়েছেন সময়ের অন্যতম সেরা এই ফুটবলার, ‘আর্জেন্টিনার কাছে বিশ্বকাপ মানেই বিশেষ কিছু। আমার নিজের কাছেও এটি খুব স্পেশাল। নিজেকে বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরতে দেখব, আমি সবসময়ই এই স্বপ্ন দেখে এসেছি। এর সাথে আমার অনেক আবেগ জড়িত।’

এরপরই বলেছেন, বিশ্বকাপ না জিতে অবসর নিতে চান না তিনি, ‘যখনই আমি বিশ্বকাপ উঁচিয়ে ধরার দৃশ্যটি ভাবি, আমি শিহরিত হয়ে যাই। বিশ্বজুড়ে অসংখ্য আর্জেন্টাইনদের খুশির মুহূর্ত এনে দিতে পারে একটি বিশ্বকাপ জয়। সে কারণেই আমরা হাল ছেড়ে দিতে পারি না। গুরুত্বপূর্ণ প্রায় সব টুর্নামেন্টই জিতেছি আমি, সর্বোচ্চ এই শিরোপাটাও জিতে ফিরতে চাই। দেশের হয়ে বিশ্বকাপ না জিতে আমি অবসর নিতে চাই না।’

বিশ্বকাপ জেতার এই স্বপ্ন টিকিয়ে রাখতে হলে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে নাইজেরিয়াকে হারাতেই হবে মেসিদের। আর তার জন্য জ্বলে উঠতে হবে মেসিকেও।

Comments

The Daily Star  | English

Iran strikes back at Israel with missiles over Jerusalem, Tel Aviv

Iran's Supreme Leader accuses Israel of initiating war, vows painful revenge

3h ago