টম ক্রুজ এবং আরও মিশন ইম্পোসেবল ছবি
মিশন ইম্পোসিবল সিরিজ নিয়ে আরও অনেক দূর যেতে চান অ্যাকশন মুভির শীর্ষ অভিনেতা টম ক্রুজ। তিনি চান এই গোয়েন্দাগল্প-ভিত্তিক সিরিজের আরও অন্তত দুই-তিনটি কিস্তিতে অংশ নিতে।
সিরিজটির সর্বশেষ তথা ৬ষ্ঠ কিস্তি ‘মিশন: ইম্পোসিবল – ফলআউট’ এ ৫৫ বছর বয়সী ক্রুজ আবারো হাজির হতে যাচ্ছেন ইথান হান্টের নাম ভূমিকায়।
বিনোদন সাময়িকী টোটাল ফিল্ম-কে দেওয়া এক সাক্ষাতকারে টম ক্রুজ বলেন, “সিরিজের পরবর্তী কিস্তি নিয়ে আমার আরও অনেক পরিকল্পনা রয়েছে। অন্তত আরও দুই বা তিনটি কিস্তি করতে চাই।”
কিন্তু, সেই নতুন কিস্তিগুলো নিয়ে এখনই কিছু বলতে নারাজ গোল্ডেন গ্লোব বিজয়ী এই অভিনেতা। জানান, আগামী ২৭ জুলাই মুক্তি পেতে যাওয়া ‘ফলআউট’ মুভিটি দেখলেই নতুন কিস্তিগুলো সম্পর্কে একটি ইঙ্গিত পাওয়া যাবে।
১৯৯৬ সালে শুরু হওয়া মিশন ইম্পোসিবল সিরিজের প্রথম থেকেই প্রধান চরিত্রে অংশ নেওয়া টম ক্রুজ গণমাধ্যমটিকে বলেন, “এখন মনে হতে পারে আমি কী করে আরও নতুন কিস্তিতে থাকবো। কিন্তু, যখন সেগুলো দেখবেন তখন বলবেন, ‘হায় খোদা, এগুলো কেমন করে সম্ভব হলো?’ আসলে একেই বলে মিশন ইম্পোসিবল!”
Comments