একাদশ আর ফরমেশনে আবার বদল আনছেন সাম্পাওলি
বিশ্বকাপে টিকে থাকার এটাই শেষ সুযোগ, হোর্হে সাম্পাওলি তাই সম্ভাব্য সেরা একাদশকেই নামাতে চাইছেন নাইজেরিয়ার বিপক্ষে। আর সেই একাদশে সম্ভবত জায়গা হচ্ছে না আগের ম্যাচে হাস্যকর ভুলে দলকে বিপদে ফেলে দেয়া গোলকিপার উইলি কাবায়েরো ও স্ট্রাইকার সার্জিও আগুয়েরোর। বদল আসছে এই ম্যাচের ফরমেশনেও। এক ম্যাচ পরই ফিরতে পারেন প্রথম ম্যাচের ফরমেশনে।
ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে সতীর্থ খেলোয়াড়কে পাস দিতে গিয়ে দৃষ্টিকটুভাবে ক্রোয়েশিয়ার আন্তে রেবিচের পায়ে বল তুলে দেন ৩৬ বছর বয়সী কিপার কাবায়েরো। ওই গোলের পর পুরো দলের মনোবল ভেঙে পড়ায় আর ম্যাচে ফিরতে পারেনি আর্জেন্টিনা। শুধু ওই ভুলই নয়, আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচেও বেশ কয়েকবার নাজুক মনে হয়েছে তাঁকে। দুই ম্যাচে আস্থা রাখার পর এবার তাই কাবায়েরোকে একাদশের বাইরে রাখছেন সাম্পাওলি। তাঁর বদলে একাদশে আসছেন ৩১ বছর বয়সী গোলকিপার ফ্রাঙ্কো আরমানি। যদিও এর আগে আর্জেন্টিনার জার্সি গায়ে কোন ম্যাচই খেলেননি রিভারপ্লেটের এই গোলকিপার।
একাদশে বদল আসছে আরও। সার্জিও আগুয়েরোর জায়গায় একাদশে আসছেন আরেক স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইন। তবে মিরর এর খবর অনুযায়ী, আগুয়েরোর বাদ পড়ার পেছনে পারফরম্যান্স নয়, কাজ করেছে অন্য কিছু। ক্রোয়েশিয়া ম্যাচের পর কোচের মন্তব্য নিয়ে খুব একটা সন্তুষ্ট মনে হয়নি আগুয়েরোকে, কিছুটা বাঁকা কথায় জবাবও দিয়েছিলেন। ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার খুব সম্ভবত সেটির মাশুলই দিতে চলেছেন একাদশ থেকে বাদ পড়ে।
এছাড়া দলে আসতে পারে আরও দুইটি পরিবর্তন। এক ম্যাচ বাইরে বসে থাকার পর আবারও একাদশে ফিরছেন অ্যাঙ্গেল ডি মারিয়া। সাথে ফিরতে পারেন মিডফিল্ডার এভার বানেগাও। আর ক্রোয়েশিয়া ম্যাচের একাদশ থেকে বাদ পড়তে পারেন এনজো পেরেজ ও মার্কোস আকুনা।
শুধু একাদশ নয়, নাইজেরিয়া ম্যাচের জন্য ফর্মেশনও বদলে ফেলছেন সাম্পাওলি। আগের ম্যাচে ৩-৪-৩ ফর্মেশনে নামা আর্জেন্টিনাকে আজ দেখা যেতে পারে পরিচিত ৪-৩-৩ ফর্মেশনে, যেখানে ফরোয়ার্ড লাইনে মেসি ও হিগুয়েইনের পাশে থাকতে পারেন ম্যাক্সিমিলিয়ানো মেজা।
Comments