সংখ্যায় সংখ্যায় আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচ

এখনও পর্যন্ত গ্রুপ পর্বের সবচেয়ে জমজমাট সমীকরণ বোধহয় ‘ডি’ গ্রুপেই দেখছেন ফুটবলপ্রেমীরা। চার দলেরই সম্ভাবনা আছে পরের পর্বে যাওয়ার, এই অবস্থা খুব বেশি গ্রুপে নেই। নাটকের শেষ অঙ্ক আজ মঞ্চস্থ হবে বাংলাদেশ সময় রাত বারোটায়, তার আগে আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচের পরিসংখ্যানের দিকে একটু নজর দেয়া যাক।
আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচ ২০১৮
বাঁচা মরার লড়াইয়ের আগে আর্জেন্টিনার অনুশীলন , ছবি: রয়টার্স

এখনও পর্যন্ত গ্রুপ পর্বের সবচেয়ে জমজমাট সমীকরণ বোধহয় ‘ডি’ গ্রুপেই দেখছেন ফুটবলপ্রেমীরা। চার দলেরই সম্ভাবনা আছে পরের পর্বে যাওয়ার, এই অবস্থা খুব বেশি গ্রুপে নেই। নাটকের শেষ অঙ্ক আজ মঞ্চস্থ হবে বাংলাদেশ সময় রাত বারোটায়, তার আগে আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচের পরিসংখ্যানের দিকে একটু নজর দেয়া যাক।

হেড টু হেড:

১) এবার নিয়ে সবশেষ যে চারবার বিশ্বকাপে খেলেছে নাইজেরিয়া, প্রতিবারই আর্জেন্টিনার সাথে একই গ্রুপে পড়েছে তারা (২০০২, ২০১০, ২০১৪, ২০১৮)। এর আগে ১৯৯৪ বিশ্বকাপেও একই গ্রুপে পড়েছিল দুই দল।

২) দুই দলের চারবারের মোকাবেলায় এখনও পর্যন্ত প্রতিবারই জয়ী দলের নাম আর্জেন্টিনা। এবং আশ্চর্যজনকভাবে প্রতিবারই এক গোলের ব্যবধানে জিতেছে আর্জেন্টিনা। ১৯৯৪ তে ২-১, ২০০২ ও ২০১০ এ ১-০ আর ২০১৪ বিশ্বকাপে জিতেছিল ৩-২ ব্যবধানে।

৩) বিশ্বকাপে লাতিন প্রতিপক্ষের বিপক্ষে পাঁচ ম্যাচ খেলে সবকয়টিতেই হেরেছে নাইজেরিয়া। আর্জেন্টিনার কাছে হেরেছে চারবার, আর ১৯৯৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে হেরেছিল প্যারাগুয়ের কাছে।

আর্জেন্টিনা:

১) গ্রুপ পর্বে আর্জেন্টিনা একটিও ম্যাচ জিততে পারেনি, সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল ১৯৩৪ বিশ্বকাপে। তখন অবশ্য এখনকার মতো গ্রুপ পর্ব ছিল না, প্রতিটি ম্যাচই ছিল নক আউট ম্যাচ। সুইডেনের কাছে ৩-২ গোলে হেরে বিদায় নিতে হয়েছিল আকাশি নীলদের।

২) গ্রুপ পর্ব চালু হওয়ার পর থেকে গ্রুপে একটিও ম্যাচ জিততে পারেনি আর্জেন্টিনা, এমনটা কখনো হয়নি।

৩) বিশ্বকাপে আর্জেন্টিনা টানা দুই ম্যাচ হেরেছে, এমনটা শেষ বার হয়েছে ১৯৯৪ বিশ্বকাপে। বুলগেরিয়া ও রোমানিয়ার বিপক্ষে টানা দুই ম্যাচে হেরেছিল তারা।

৪) গত বিশ্বকাপে এই নাইজেরিয়ার বিপক্ষে জোড়া গোল করার পর থেকে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে আর গোলের দেখা পাননি লিওনেল মেসি। এর মাঝে তিনি গোলমুখে শট নিয়েছেন ২২ টি, কিন্তু গোল পাননি একটিও।

প্রস্তুত নাইজেরিয়াও

নাইজেরিয়া:

১) বিশ্বকাপে যে ছয়টি ম্যাচ জিতেছে নাইজেরিয়া, তার সবকয়টিই ইউরোপিয়ান প্রতিপক্ষের বিপক্ষে। বিশ্বকাপে এসে অন্য কোন মহাদেশের কোন প্রতিপক্ষকে হারাতে পারেনি তারা। 

২) নাইজেরিয়া বিশ্বকাপে সবশেষ টানা দুই ম্যাচ জিতেছিল ১৯৯৮ বিশ্বকাপে, নিজেদের প্রথম দুই ম্যাচে সেবার স্পেন ও বুলগেরিয়াকে হারিয়েছিল তারা।

৩) আজ জিততে পারলে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের নক আউট পর্বে উঠবে নাইজেরিয়া, সব মিলিয়ে ছয় বারের মধ্যে চতুর্থবারের মতো।

৪) চার গোল নিয়ে বিশ্বকাপে নাইজেরিয়ার সর্বোচ্চ গোলদাতা আহমেদ মুসা। এর মধ্যে দুটি করেছিলেন আর্জেন্টিনার বিপক্ষেই, গত বিশ্বকাপে। 

Comments

The Daily Star  | English

Protesters stage sit-in near Bangabhaban demanding president's resignation

They want Shahabuddin to step down because of his contradictory remarks about Hasina's resignation

40m ago