দলের হার সইতে না পেরে ধারাভাষ্যকারের মৃত্যু

ছবি: টুইটার

এক গোলে এগিয়ে গিয়েও একেবারে শেষ মুহূর্তের গোলে হার, সমর্থকদের জন্য এমন পরাজয় মেনে নেয়া বেশ কষ্টকরই। মেনে নিতে পারেননি মিশরীয় এক ধারাভাষ্যকারও। সৌদি আরবের কাছে একেবারে শেষ মুহূর্তের গোলে মিশরের পরাজয় সহ্য করতে না পেরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন আবদেল রহিম মোহামেদ নামের সেই ধারাভাষ্যকার।

গ্রুপ পর্বে মিশরের শেষ ম্যাচের দিন রাষ্ট্রীয় টেলিভিশন হেডকোয়ার্টারে নীল স্পোর্টস চ্যানেলের হয়ে ধারাভাষ্য দিচ্ছিলেন মোহামেদ। মোহামেদ সালাহর গোলে ম্যাচে এগিয়ে গেলেও খেলার দ্বিতীয়ার্ধে যোগ করা সময়ে গোল করে ২-১ গোলের জয় ছিনিয়ে নেয় সৌদি আরব। আর এই ধাক্কাটাই সহ্য করতে পারেননি তিনি। সাথে সাথে মাটিতে ঢলে পড়েন।

সহকর্মীরা তাঁকে সাথে সাথে ভবনের মেডিকেল কেয়ার ডিপার্টমেন্টে নিয়ে যান। এরপর আরও উন্নত চিকিৎসার জন্য তাঁকে নেয়া হয় ফ্রেঞ্চ কসর আল-আইনি হাসপাতালে। সেখানে প্রায় আধা ঘণ্টারও বেশি সময় ধরে তাঁকে সুস্থ করে তোলার চেষ্টা করেন চিকিৎসকেরা।

কিন্তু চিকিৎসকদের এত চেষ্টার পরেও বাঁচানো যায়নি মোহামেদকে। হাসপাতাল প্রধান আহমদ তাহার বরাত দিয়ে জানানো হয়েছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন মোহামেদ।

মিশরীয় পত্রিকা এল ওয়াতান বলেছে, খেলা চলাকালীন সময়ে মোহামেদের সাথেই স্টুডিওতে উপস্থিত থাকা সাবেক গোলকিপার আহমেদ ফাউজির ভাষ্যমতে, মিশর টানা তৃতীয় পরাজয় বরণ করার পর বিধ্বস্ত দেখাচ্ছিলো মোহামেদকে।

মিশরীয় ক্লাব জামালেক এফসির সাবেক খেলোয়াড় ছিলেন আবদেল রহিম মোহামেদ। দলটিকে এক সময় কোচিংও করিয়েছেন তিনি।  

 

Comments

The Daily Star  | English

Decision on AL’s registration after receiving govt ban order: CEC

The decision to ban was made at a special meeting of the council following three days of demonstrations demanding a ban on the party

44m ago