ব্রাজিল বনাম সার্বিয়া : ভবিষ্যদ্বাণী, একাদশ ও রেকর্ড
দারুণ একটি দল নিয়ে রাশিয়ায় পা রেখেছে ব্রাজিল। প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণে ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে জ্বলে উঠেছে দলটি। আত্মবিশ্বাসটা ফিরে পেয়েছে। প্রতিপক্ষ হিসেবে সার্বিয়া বেশ কঠিনই। তবে নেইমার-কৌতিনহোরা জ্বলে উঠলে সব কিছুই সম্ভব। ওই দিকেও সার্বিয়াও চাইবে জয় তুলে দ্বিতীয় রাউন্ডে নাম লেখাতে। তাই বেশ জমজমাট একটি লড়াইয়ের প্রত্যাশা করাই যায়।
ম্যাচের ফলাফল কি হবে তা জানা যাবে ম্যাচ শেষে, তবে তার আগেই ফলাফলের ভবিষ্যদ্বাণী নিয়ে হাজির আমরা। পাশাপাশি দুই দলের সম্ভাব্য একাদশ, কৌশলও তুলে ধরা হলো-
কখন?
বাংলাদেশ সময় রাত ১২টা, বুধবার, ২৭ জুন
কোথায়?
লুঝনিকি স্টেডিয়াম, মস্কো
নজরে থাকবেন যারা
দলের মূল শক্তি নেইমার। প্রথম ম্যাচে হয়তো নিজের ছায়া হয়েই ছিলেন। কোস্টারিকার বিপক্ষে ফিরেছেন আপন মহিমায়। তবে একাই ম্যাচের রঙ বদলে দিতে পারেন বার্সেলোনা তারকা ফিলিপ কৌতিনহোও। দূরপাল্লার শটে যখন তখন আচমকা গোল দেওয়ায় তার বেশ নাম ডাক। ছন্দেও আছেন দারুণ। এছাড়া ম্যানসিটি তারকা জেসুসও থাকবেন নজরে।
মিলিঙ্কোভিচ-সাভিচদের মতো খেলোয়াড় ইউরোপের বড় বড় ক্লাবের আগ্রহের কেন্দ্রবিন্দু। জ্বলে উঠলে ভালো কিছু করতে পারে দলটি। মিডফিল্ড থেকে তারা জোগানটা ঠিক মতো দিলে লক্ষ্যভেদ করার দায়িত্ব থাকবে নেমানিয়া মাতিচের উপর। দারুণ ছন্দেও আছেন তিনি।
সম্ভাব্য একাদশ ও ম্যাচের কৌশল
ব্রাজিল : (৪-৩-৩) এলিসন, ফাগনার, সিলভা, মিরান্দা, মার্সেলো, ক্যাসেমিরো, পৌলিনহো, উইলিয়ান, কৌতিনহো, নেইমার ও জেসুস।
সার্বিয়া : (৪-২-৩-১) স্টয়কোভিচ, ইভানভিচ, মিলিঙ্কোভিচ, তোসিচ, কোলারভ, মাতিচ, মিলিভোজেভিচ, তাদিচ, সাভিচ, লাইজিচ ও মিত্রভিচ।
ভবিষ্যদ্বাণী : শক্তির বিচারে এগিয়ে ব্রাজিল। দলে প্রতিটি বিভাগেই দারুণ সব খেলোয়াড়। আছে ভালো বিকল্পও। শেষ ম্যাচে ছন্দও ফিরে পেয়েছে দলটি। তাই পরিষ্কারভাবেই এগিয়ে থেকে মাঠে নামবে তারা। তবে সার্বিয়ান জমাট ডিফেন্সে কাজটা বেশ কঠিনই হবে।
সম্ভাব্য স্কোর : ব্রাজিল ১-০ সার্বিয়া
অতিরিক্ত সংযোজন :
১) (যুগোস্লাভিয়া সহ) বিশ্বকাপে সার্বিয়া ও ব্রাজিল চারবার মুখোমুখি হয়েছে। তাতে সমতা বিরাজ করছে। দুই দল একটি করে জয়ে পেয়েছে এবং বাকি দুটি ড্র।
২) বিশ্বকাপের প্রথম ম্যাচেই সার্বিয়ার (তৎকালীন যুগোস্লাভিয়া) মুখোমুখি হয়েছিল ব্রাজিল। ১৯৩০ সালে সে ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারায় সার্বিয়া।
৩) এখন পর্যন্ত এ দুই দল মোট ১৯ বার মুখোমুখি হয়েছে (যুগোস্লাভিয়া সহ)। তাতে মাত্র ২টি ম্যাচে জয় পেয়েছে সার্বিয়া। ব্রাজিল জিতেছে ১০ বার। বাকি ৭টি ম্যাচ ড্র।
৪) যুগোস্লাভিয়া ভেঙে সার্বিয়া হওয়ার পর এটা তাদের দ্বিতীয় লড়াই। এর আগে ২০১৪ বিশ্বকাপে ব্রাজিল জয় পেয়েছিল ১-০ গোলে।
৫) সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১৩টি ম্যাচে অপরাজিত রয়েছে ব্রাজিল। যার মধ্যে নয়টি জয় ও বাকি চারটি ড্র।
৬) ইউরোপিয়ান প্রতিপক্ষের সঙ্গে শেষ সাতটি লড়াইয়ে মাত্র একটিতে জয় পেয়েছে ব্রাজিল। ২০১৪ সালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছিল তারা।
Comments