ভাগ্য নিজেদের হাতেই রাখতে চান জার্মান কোচ

অন্য কারোর উপর ভরসা না করে নিজেদের ভাগ্য নিজেদের হাতে রাখার জন্য শিষ্যদের আহবান জানালেন জার্মান কোচ জোয়াকিম লো। দক্ষিণ কোরিয়াকে প্রতিআক্রমণে ‘দ্রুতগতির, ক্ষিপ্র ও ভয়ংকর’ দল হিসেবে আখ্যা দিয়ে জার্মান কোচ বলেছেন, তাদেরকে আটকানোর জন্য সর্বোচ্চ সতর্ক থাকতে হবে জার্মানিকে।
Joachim Low
জোয়াকিম লো। ছবিঃ রয়টার্স

অন্য কারোর উপর ভরসা না করে নিজেদের ভাগ্য নিজেদের হাতে রাখার জন্য শিষ্যদের আহবান জানালেন জার্মান কোচ জোয়াকিম লো। দক্ষিণ কোরিয়াকে প্রতিআক্রমণে ‘দ্রুতগতির, ক্ষিপ্র ও ভয়ংকর’ দল হিসেবে আখ্যা দিয়ে জার্মান কোচ বলেছেন, তাদেরকে আটকানোর জন্য সর্বোচ্চ সতর্ক থাকতে হবে জার্মানিকে।

ম্যাচের আগে কাজান অ্যারেনায় সাংবাদিকের সাথে লো বলেছেন, ‘আমি জানিনা দক্ষিণ কোরিয়ার এই ম্যাচ জেতার কতটুকু সম্ভাবনা আছে। এমনকি আমার নিজের দলের সম্ভাবনা সম্পর্কেও নিশ্চিত নই আমি। কিন্তু আমাদের লক্ষ্য সম্পর্কে আমাদের সবাইকে পরিষ্কার থাকতে হবে। প্রতিপক্ষের চেয়ে দুটি গোল বেশি করতে হবে আমাদের। তাহলে আমাদের পরের পর্বে যাওয়া অনেকটাই নিশ্চিত হবে। আমাদের নিজেদের ভাগ্য নিজেদের হাতেই রাখতে হবে আমাদের।’

জার্মান কোচকে কথা বলতে হয়েছে থমাস মুলারের অফ ফর্ম নিয়েও। আগের দুই বিশ্বকাপেই পাঁচটি করে গোল করা মুলার এবার দুই ম্যাচ খেলে এখনও গোলের খাতা খুলতে পারেননি। তবে মুলার এখনও ইতিবাচকই আছেন বলে জানিয়েছেন লো, ‘মেক্সিকো ম্যাচের পর ভিডিও ক্লিপ দেখে  আমরা ওর পারফরম্যান্স খুঁটিয়ে বিশ্লেষণ করেছি। ও খুবই খোলা মনের মানুষ, নিজের ভুলগুলো নিজেই ধরতে পারে। ও এমন খেলোয়াড়, এক দুই ম্যাচ বাজে খেললেও নিজের উপর আস্থা হারায় না, সবসময় ইতিবাচকভাবে চিন্তা করে।’

আগের ম্যাচে লাল কার্ড দেখায় এই ম্যাচে ডিফেন্ডার বোয়াটেংকে পাচ্ছেন না লো। নাক ভেঙে যাওয়ায় পাচ্ছেন না মিডফিল্ডার সেবাস্তিয়ান রুডিকেও। তবে আগের ম্যাচে ঘাড়ের ইনজুরির কারণে খেলতে না পারা ডিফেন্ডার ম্যাটস হামেলসকে এই ম্যাচে পাওয়ার ব্যাপারে আশাবাদী জার্মান কোচ, ‘হামেলস খেলার জন্য প্রস্তুত। গত দুইদিন পূর্ণ অনুশীলন করেছে ও। এই ম্যাচে ওর খেলার সম্ভাবনা আছে।’

বাংলাদেশ সময় আজ রাত আটটায় কাজানে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হচ্ছে জার্মানি। 

 

Comments

The Daily Star  | English

Mirpur-10 metro station to reopen tomorrow

Mohammad Abdur Rouf, managing director of Dhaka Mass Transit Company Ltd, revealed the information in a press conference

1h ago