জিতেই বিশ্বকাপ শেষ করল তিউনেশিয়া
বিশ্বকাপে প্রায় সব গ্রুপের ছিল উত্তেজনার বারুণ। কিন্তু ‘জি’ গ্রুপে ঠিক উল্টো। এখানে ইংল্যান্ড আর বেলজিয়াম বেশ এগিয়ে থেকে আগেভাগেই শেষ ষোলো নিশ্চিত করায় উত্তাপ ছড়ায়নি। শেষ দুই ম্যাচও যেন হলো নিয়মরক্ষার। পানামা-তিউনিশিয়া ম্যাচের ফলে বিশ্বকাপের কিছুই যায় আসত না। আগ্রহে না থাকা ম্যাচটি জিতে বিশ্বকাপ শেষ করেছে তিউনেশিয়া।
সারানাস্কে বিশ্বকাপে প্রথমবার খেলতে আসা পানামাকে ২-১ গোলে হারায় আফ্রিকার দেশ তিউনেশিয়া। বৈশ্বিক দর্শকদের আগ্রহ না থাকলেও গ্যলারি ছিল ভরপুর। দুই দেশের সমর্থকরা পুরো ৯০ মিনিটই মাতিয়ে রাখেন গ্যলারি।
চাপ না থাকায় দুদলই বেশ নির্ভার হয়ে খেলেছে। শক্তির বিচারে কিছুটা পিছিয়ে থাকা পানামাই এগিয়ে প্রথমে এগিয়ে যায়। তবে তাতে দায় তিউনেশিয়ারই। ভুল করে ইয়াসিন মেরিয়াহ নিজেদের জালেই বল জড়ান।
ওই গোল তিউনেশিয়া শোধ করেছে বিরতির পর। ৫১ মিনিটে দলকে সমতায় ফেরান বেন ইউসুফ। ৬৬ মিনিটে ওয়াহাবি খাজরির গোলে জয় নিশ্চিত করে তিউনেশিয়া।
Comments