রোনালদোকে আটকাতে উরুগুয়ের গোটা দল!
ম্যান মার্কিং কৌশল ফুটবলে নতুন কিছু নয়। প্রতিপক্ষ দলের সবচেয়ে বড় হুমকিকে নিষ্ক্রিয় করে রাখার জন্য অনেক কোচই নির্দিষ্ট একজন বা দুইজন খেলোয়াড়কে তাঁকে কড়া পাহারায় রাখার জন্য দায়িত্ব দিয়ে থাকেন। তবে ক্রিস্তিয়ানো রোনালদোকে আটকানোর জন্য সম্ভবত সে পথে হাঁটছেন না উরুগুয়ে কোচ অস্কার তাবারেজ।
রোনালদোকে আটকানোর দায়িত্বটা কোন এক বা দুইজন খেলোয়াড় নয়, বরং গোটা দলের উপরেই দিচ্ছেন তিনি। কারণ তাঁর বিশ্বাস, একজন বা দুইজন খেলোয়াড় দিয়ে ক্রিস্তিয়ানো রোনালদোকে আটকানো সম্ভব নয়।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে উরুগুয়ের এই বর্ষীয়ান কোচ বলেছেন, ‘আমি বিশ্বাস করি ক্রিস্তিয়ানো রোনালদো বিশ্বের সেরা স্ট্রাইকারদের মধ্যে একজন। এছাড়াও তাঁর একটি বাড়তি গুণ আছে, তাঁর নেতৃত্ব। এটি ওকে বাড়তি অনুপ্রেরণা যোগায়।’
বিশ্বের অন্যতম সেরা সেন্টার ব্যাক জুটি ডিয়েগো গডিন ও হোসে মারিয়া গিমেনেজ আছেন তাঁর দলে। তারপরও রোনালদোকে আটকানোর জন্য কেবল এই দুজনই যথেষ্ট নন বলে মনে করছেন তাবারেজ, ‘রোনালদোকে কোন একজন খেলোয়াড় দিয়ে বেঁধে রাখা সম্ভব নয়। এমনকি গডিন নিজেও একা কিছুই করতে পারবে না। শুধু গডিন না, আমাদের সবাই মিলেই ওকে থামানোর কাজ করতে হবে। ম্যাচে যেন ও খুব বেশি প্রভাব রাখতে না পারে সেটা নিশ্চিত করতে হবে।’
অপরদিকে উরুগুয়ে কিছুটা ‘বিরক্তিকর’ ফুটবল খেলছে কি না এমন প্রশ্ন করা হলে পর্তুগীজ কোচ ফার্নান্দো সান্তোস বলেছেন, ‘আমি তেমনটা মনে করি না। আমার মনে হয় দারুণ একটি ম্যাচ হতে চলেছে এটি। দুই দলই নিজেদের শক্তিমত্তা ব্যবহার করে ম্যাচটা জিততে চাইবে।’
এই বিশ্বকাপে দুর্দান্ত গোলস্কোরিং ফর্মে আছেন রোনালদো। চার গোল নিয়ে গোল্ডেন বুটের লড়াইয়ে আছেন হ্যারি কেনের পরেই। অপরদিকে উরুগুয়ের রক্ষণভাগও আছে নিজেদের সেরা ফর্মে। বিশ্বকাপের গ্রুপ পর্বের তিন ম্যাচে একটিও গোল হজম করেনি তাঁরা। শুধু বিশ্বকাপেই নয়, গোটা ২০১৮ তেই উরুগুয়ের জালে কোন বল ঢুকতে দেননি গডিন-গিমেনেজরা। সেরা ফর্মের রোনালদোর সাথে গডিন-গিমেনেজের লড়াই, ফুটবলপ্রেমীদের জন্য জমজমাট এক ফুটবল ম্যাচই অপেক্ষা করছে আজ।
Comments