জাতীয় দলকে বিদায় জানালেন মাশ্চেরানো

ফ্রান্সের কাছে হেরে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছে আর্জেন্টিনা। ১৯৯৪ সালের পর এবারই প্রথম দ্বিতীয় রাউন্ডের বাধা পার হতে ব্যর্থ হলো দলটি। আর এ ব্যর্থতায় দিনেই জাতীয় দলকে বিদায় জানিয়েছেন আর্জেন্টিনার মধ্য মাঠের মণি হ্যাভিয়ের মাশ্চেরানো।

ফ্রান্সের কাছে হেরে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছে আর্জেন্টিনা। ১৯৯৪ সালের পর এবারই প্রথম দ্বিতীয় রাউন্ডের বাধা পার হতে ব্যর্থ হলো দলটি। আর এ ব্যর্থতায় দিনেই জাতীয় দলকে বিদায় জানিয়েছেন আর্জেন্টিনার মধ্য মাঠের মণি হ্যাভিয়ের মাশ্চেরানো।

অনেক চড়াই উতরাই পার করে গ্রুপ পর্ব পেরিয়েছিল আর্জেন্টিনা। দ্বিতীয় রাউন্ডে শক্তিশালী ফ্রান্স। কিন্তু নিজেদের দুর্বল ডিফেন্সের কারণেই ৪-৩ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল তারা। চারটি গোলেই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দুর্বল ডিফেন্সের চিত্র ফুটে ওঠে।

মধ্য মাঠের খেলোয়াড় হলেও মাঝে প্রায়ই ডিফেন্সে খেলে থাকেন মাশ্চেরানো। এদিন সামনে থেকেই দেখেছেন দলের করুণ অবস্থা। তাই ম্যাচ শেষে অবসর নিতে সময় নেননি ৩৪ বছর বয়সী এ খেলোয়াড়, ‘জাতীয় দলকে বিদায় জানানোর সময় এটাই। এখন সময় বাইরে থেকে দলকে সহায়তা করার।’

কথাগুলো বোলার এক পর্যায়ে কেঁদেই দেন মাশ্চেরানো, ‘ফুটবল মাঝে মাঝে আপনাকে এমন কিছু দিবে যা আপনি চাইবেন না। এটাই খেলা। গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে হাল ছেড়ে না দেওয়া। দলীয় এবং ব্যক্তিগতভাবে বলতে পারি আমাদের যা ছিল তার সবই দেওয়ার চেষ্টা করেছি। কোন একদিন হয়তো এই ছেলেরাই আর্জেন্টিনার জন্য কিছু জয় করবে।’

জাতীয় দলের জার্সিতে ২০০৩ সালে উরুগুয়ের বিপক্ষে অভিষেক হয় মাশ্চেরানোর। মোট ১৪৬টি ম্যাচ খেলেছেন তিনি।  ৩টি গোলও করেছেন। বর্তমানে চিনে খেললেও ক্যারিয়ারের মূল সময়টাই কাটিয়েছেন বার্সেলোনায়।  

Comments

The Daily Star  | English

National polls: EC orders withdrawal of two police commissioners

The Election Commission (EC) has ordered to withdraw commissioners of two metropolitan units of police, one deputy commissioner, and five superintendents of police.

1h ago