‘নেইমার স্বরূপে ফিরবেন’
টুর্নামেন্টে এক গোল করলেও এখনও নিজের সেরাটা দিতে পারেননি নেইমার। কিন্তু নেইমারের সাবেক বার্সা সতীর্থ ইভান রাকিটিচের বিশ্বাস, আরেকটু সময় পেলে ঠিকই স্বরূপে ফিরবেন নেইমার।
বার্সেলোনায় থাকাকালীন সময়ে নেইমারের সামর্থ্য কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন রাকিটিচ। খারাপ সময় কাটিয়ে তাঁকে ফর্মে ফিরতেও দেখেছেন। রাকিটিচ তাই মনে করছেন, সময় যত এগোবে, নেইমার ততই নিজের সেরাটা দেখাবেন, ‘নেইমার আমার সবচেয়ে প্রিয় খেলোয়াড়দের একজন। আমি সবসময়ই তাঁকে আমার দলে পেতে চাইবো। তাঁর খেলার একটা বিশেষ ধরন আছে, যেটা সবার সাথে ঠিক যায় না। কিন্তু এটাই তাঁর স্টাইল, আর নিজের স্টাইল মেনে চলার মধ্যে সবসময়ই কিছু না কিছু ঝুঁকি থেকেই যায়।’
‘ও বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে অন্যতম। টুর্নামেন্ট যত এগোচ্ছে, ওর খেলায় তত উন্নতি হচ্ছে। আমার বিশ্বাস, টুর্নামেন্টের সামনের পর্যায়ে আমরা ওর জাদুকরী ফুটবল দেখতে পাব।’
নিজ নিজ ম্যাচে জিততে পারলে কোয়ার্টারে ক্রোয়েশিয়ার মুখোমুখি হতে পারে স্পেনকে। নিজেরা দুর্দান্ত ফর্মে থাকলেও ২০১০ এর বিশ্বচ্যাম্পিয়নদেরই ফেভারিট মানছেন রাকিটিচ, ‘সত্যি বলতে আমি স্পেনকে বাকি সবার চেয়ে এক ধাপ উপরে দেখি। আমার ধারণা এবারের বিশ্বকাপ জেতার জন্য সবচেয়ে বড় ফেভারিট তারা। গ্রুপে তারা তিনটি কঠিন ম্যাচ খেলেছে ঠিকই, তবে যে আত্মবিশ্বাস নিয়ে তারা খেলছে, তা সত্যিই অন্য পর্যায়ের।’
Comments