ঢাকায় জাতিসংঘের মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেস। ছবি: রয়টার্স

রোহিঙ্গা শরণার্থী পরিস্থিতি সরেজমিন পর্যবেক্ষণে ঢাকায় এসে পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস। জাতিসংঘের প্রধান কর্তাব্যক্তি এমন সময় এই সফরে এলেন যখন মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক আলোচনার বাইরেও রোহিঙ্গা সমস্যার সম্ভাব্য সমাধান খতিয়ে দেখা হচ্ছে।

গত রাত ২টা ৬ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে (কিউআর ৬৩৮) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন জাতিসংঘ প্রধান। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী বিমানবন্দরে তাকে স্বাগত জানান। এর আগে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়াং কিম ঢাকায় পৌঁছান।

দুজনই আজ সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয়েই টেকসই উন্নয়ন কর্মসূচি ২০৩০ নিয়ে একটি আলোচনা সভায় যোগ দিবেন জাতিসংঘ মহাসচিব। এই সেশনে প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে।

এর আগে ২০০৮ সালের ২৭ মে জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান হিসেবে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছিলেন গুতেরেস।

ঢাকায় ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও তেজগাঁওয়ে হলি ক্রস গার্সল হাই স্কুল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে জাতিসংঘ প্রধানের। আজ বিকেলে র‍্যাডিসন হোটেলে বাংলাদেশে কর্মরত জাতিসংঘের কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এর পর সেখানেই তিনি জাতিসংঘ ও বিশ্বব্যাংকের কর্মীদের সঙ্গে যৌথভাবে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

সন্ধ্যায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রধানমন্ত্রীর দেওয়া নৈশভোজে যোগ দিবেন জাতিসংঘ প্রধান।

সোমবার রোহিঙ্গাদের অবস্থা দেখতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ বিমানে কক্সবাজার যাবেন জাতিসংঘ প্রধান। সেখানে তিনি কুতুপালং শরণার্থী শিবিরে যাবেন। পররাষ্ট্রমন্ত্রী, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ও ইউএনএইচসিআর প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি এসময় তার সঙ্গে থাকবেন। সোমবার সকালে কক্সবাজারে সায়েমান হোটেলে গণমাধ্যমের উদ্দেশে ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী।

সোমবার বিকেল ৬টায় ঢাকায় পৌঁছে সন্ধ্যা সোয়া ৭টায় র‍্যাডিসন হোটেলে গণমাধ্যমের উদ্দেশে ব্রিফ করবেন গুতেরেস।

মঙ্গলবার ভোরে তিনি ঢাকা ত্যাগ করবেন।

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Banning party activities: Govt amends anti-terror law

The interim government is set to bring the curtain down on the Awami League as a functioning political party.

3h ago