স্বাগতিক ‘ফাঁড়া’ কাটাতে চায় স্পেন

স্প্যানিশ কোচ ফার্নান্দো হিয়েরো
অনুশীলনে স্পেন। ছবিঃ রয়টার্স

বিশ্বকাপে স্বাগতিক দেশের বিপক্ষে যেন ‘ফাঁড়া’ আছে স্পেন দলের। বিশ্বকাপ ইতিহাসে এখনও পর্যন্ত কোন স্বাগতিক দেশের মুখোমুখি হয়ে জিততে পারেনি স্পেন। তবে স্প্যানিশ কোচ ফার্নান্দো হিয়েরো বলছেন, এবার এই বাধা পেরুতে প্রস্তুত তাদের দল।

বিশ্বকাপে এখনও পর্যন্ত তিনবার স্বাগতিক দেশের মুখোমুখি হয়েছে স্পেন, তার মধ্যে জিততে পারেনি একবারও। ১৯৩৪ ও ২০০২ বিশ্বকাপে তাও ইতালি ও দক্ষিণ কোরিয়ার সাথে ড্র করেছিল তারা, ১৯৫০ বিশ্বকাপে ব্রাজিলের কাছে ৬-১ গোলে বিধ্বস্ত হয়েছিল স্পেন। শুধু বিশ্বকাপ নয়, ইউরোতেও কখনো স্বাগতিক দেশকে হারাতে পারেনি স্পেন। তবে এবার স্বাগতিক রাশিয়াকে পরাস্ত করার জন্য ছক কেটে রেখেছেন বলে জানিয়েছেন বিশ্বকাপের এক দিন আগে স্পেনের দায়িত্ব নেয়া ফার্নান্দো হিয়েরো।

ম্যাচের আগে এই বিষয়ে কথা বলতে গিয়ে হিয়েরো বলেছেন, ‘নিজেদের পরিকল্পনা সম্পর্কে পরিষ্কার ধারণা আছে আমাদের। রাশিয়ার গুণগত মান সম্পর্কে আমরা সম্পূর্ণ অবগত, কিন্তু আমাদের নিজেদের কাজের উপর বিশ্বাস আছে। আমাদের এমন কিছু খেলোয়াড় আছে, যাদের যে কেউ যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়ার ক্ষমতা রাখে।’

‘রাশিয়াকে ভালোভাবে বিশ্লেষণ করেছি আমরা। আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব সবটাই করছি আমরা। দলের অনুশীলন সেশন খুব ভালো হয়েছে। খেলোয়াড়েরা সবাই শারীরিক ও মানসিকভাবে ফিট আছে। আগামীকাল থেকে আমাদের নতুন টুর্নামেন্ট শুরু হচ্ছে। প্রায় সময়েই দেখা যায় কাগজে কলমে সেরা দলটিই আগে বাড়ির পথ ধরেছে। আমাদের নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে।’

এরপর সাংবাদিকেরা তাঁকে স্বাগতিকদের বিপক্ষে স্পেনের হতাশাজনক রেকর্ডের কথা মনে করিয়ে দিলে বেশ বিরক্তই মনে হলো হিয়েরোকে, ‘রেকর্ড তৈরিই হয় ভাঙার জন্য। নতুন একটা ম্যাচের আগে কেন আমরা পেছন ফিরে তাকাবো? ৮ বছর আগে, ১২ বছর আগে কী হয়েছে তা কেন আমরা এখনও আলোচনা করব? রোববারে কী ঘটবে সেটাই শুধু গুরুত্ব বহন করে, আর কিছুই না।’

আজ রাশিয়াকে হারাতে পারলে নয়বারের চেষ্টায় প্রথমবার কোন স্বাগতিক দেশকে হারানোর স্বাদ পাবে ২০১০ এর বিশ্বচ্যাম্পিয়নেরা।

 

Comments

The Daily Star  | English
Kudos for consensus in some vital areas

Kudos for consensus in some vital areas

If our political culture is to change, the functioning of our political parties must change dramatically.

2h ago