এমবাপে রোনাল্ডোর চেয়েও দ্রুতগতির!

Kylian Mbappe
তীব্র গতিতে ছুটে এসে বল জালে জড়াচ্ছেন এমবাপে। ছবিঃ রয়টার্স

কিলিয়ান এমবাপের গতি সম্পর্কে গতকাল ভালোই ধারণা পেয়েছে আর্জেন্টিনা। গতি দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছেন আর্জেন্টিনার রক্ষণভাগকে। এমবাপের গতিতে মুগ্ধ ফ্রান্স কোচ দেশমও। এতটাই মুগ্ধ তিনি, ১৯ বছর বয়সী স্ট্রাইকারকে দিয়ে বসেছেন বড় এক সার্টিফিকেটই। বলেছেন, এমবাপে রোনাল্ডোর চেয়েও দ্রুতগতির!

না, ক্রিস্তিয়ানো রোনালদোর সাথে এমবাপের তুলনা দেননি দেশম। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো লিমার গতির সাথে এমবাপের তুলনা দিয়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী অধিনায়ক দেশম।

রোনাল্ডোর ক্যারিয়ারের সেরা সময়টা প্রতিপক্ষ হিসেবে কাছ থেকেই দেখেছেন দেশম। আর দেখেছেন বলেই রোনাল্ডোর সঙ্গে তুলনা করার সাহস দেখাতে পেরেছেন তিনি। অনেকের চোখেই সর্বকালের সেরা স্ট্রাইকার রোনালন্ডো লিমার গতির সঙ্গে এমবাপের মিল দেখতে পাচ্ছেন দেশম, ‘লোকে একজনের সাথে আরেকজনের তুলনা করতে পছন্দ করে। রোনাল্ডো এমন একজন খেলোয়াড় ছিল যে মুহূর্তের মধ্যে খেলার ফল বদলে দিতে পারত। সে খুবই দ্রুতগতির ছিল। কিন্তু আমার মনে হয়, কিলিয়ান তারচেয়েও চেয়েও দ্রুতগতির।’

এমবাপের পারফরম্যান্সেও সন্তুষ্ট দেশম, ‘ও স্বল্প সময়ে অনেক উন্নতি করেছে। ও যেভাবে খেলেছে তাতে আমি খুশি।’

শুধু দেশম নন, গোটা ফ্রান্সই যে এখন এমবাপেতে মগ্ন, সেটা বলেই দেয়া যায়।    

Comments

The Daily Star  | English

Former Narayanganj mayor Selina Hayat Ivy arrested

She was arrested around 5:45am today following a night-long raid at her Deobhog residence

1h ago