পৃথক ঘটনায় ভারতে ৫৮ জনের মৃত্যু

ভারতে পৃথক দুটি ঘটনায় আজ (১ জুলাই) অন্তত ৫৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এর মধ্যে দেশটির উত্তরাখণ্ড রাজ্যের পৌড়ি জেলায় গভীর খাদে পড়ে গেলে একটি বাসের অন্তত ৪৭ যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১১ যাত্রী।
অন্য ঘটনাটি ঘটেছে দিল্লিতে। সেখানকার বুরারি এলাকার একই পরিবারের ১১ জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভোরের দিকে উত্তরাখণ্ডের ভৌন থেকে রামনগর যাওয়ার সময় পৌড়ির পাহাড়ি রাস্তায় যাত্রীবাহী বাসটি অন্তত ৬০ মিটার নিচে খাদে পড়ে যায়। সেসময় বাসে ৫৮ জন যাত্রী ছিলেন। ঘটনাটি নৈনীডান্ডা ব্লকের ধূমাকোট এলাকায় ঘটেছে।
দুর্ঘটনার খবর পেয়ে হেলিকপ্টারে ঘটনাস্থলে পৌঁছায় এনডিআরএফ-এর দল। কিন্তু পাহাড়ি এলাকায় উদ্ধার কাজে মারাত্বক সমস্যায় পড়তে হয় তাদের।
এদিকে, আজ সকালেই দিল্লির বুরারি এলাকায় একটি বাড়ি থেকে একই পরিবারের ১১ জনের মৃতদেহে উদ্ধার করেছে দিল্লি পুলিশ।
পুলিশের বরাত দিয়ে গণমাধ্যম বলছে, বাড়ির ভেতরে কয়েকটি মৃতদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। সবারই চোখ বাঁধা ছিল। এছাড়াও, কয়েকজনের দেহ হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় মেঝেতে পড়ে ছিল। ঘটনাটিকে আত্মহত্যা বলে পুলিশের প্রাথমিক ধারণা। উদ্ধার হওয়া মৃতদেহের মধ্যে সাতজন নারী ও চারজন পুরুষ।
Comments