‘মিয়ানমারের ওপর আরও চাপ দিবে জাতিসংঘ’

রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের ওপর আরও চাপ দেওয়ার কথা বলেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
Antonio Guterres
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি: ফাইল ফটো

রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের ওপর আরও চাপ দেওয়ার কথা বলেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বাংলাদেশ সফররত জাতিসংঘে মহাসচিব বলেন, “রোহিঙ্গা সমস্যা সমাধানের বিষয়ে আমরা মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রেখেছি। এ বিষয়ে দেশটির ওপর আরও চাপ দেওয়া প্রয়োজন।”

আজ (১ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ শেষে গুতেরেস এই মন্তব্য করেন। সেসময় বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, রোহিঙ্গা সংকট মোকাবেলায় জাতিসংঘ এবং বিশ্ব ব্যাংক বাংলাদেশকে দেওয়া তাদের সমর্থন অব্যাহত রাখবে।

এ সংকটে বিশ্ব সম্প্রদায় বাংলাদেশের প্রতি তাদের সহমর্মিতা প্রকাশের পাশাপাশি জাতিগত নির্যাতনের শিকার রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার বিষয়টিকে সাধুবাদ জানিয়েছে।

এই ইস্যুতে বাংলাদেশকে সহযোগিতা করতে বিশ্ব ব্যাংকের এগিয়ে আসায় জাতিসংঘে মহাসচিব সন্তোষ প্রকাশ করেন।

বৈঠকে রোহিঙ্গাদের বর্তমান অবস্থা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফররত জাতিসংঘের মহাসচিব এবং বিশ্বব্যাংক প্রধানকে জানান যে রোহিঙ্গারা নিজেদের দেশ মিয়ানমারে নির্যাতিত হয়ে ১৯৭৭ সাল থেকে প্রতিবেশী বাংলাদেশে আসতে শুরু করেছে। তিনি আরও জানান যে মানবিক বিবেচনায় বাংলাদেশ প্রায় ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। এর পাশাপাশি তাদের স্বাস্থ্যসেবাসহ অন্যান্য মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে।

শরণার্থীদের প্রত্যাবাসন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এ বিষয়ে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ সরকারের একটি চুক্তি হয়েছে। “তবে, চুক্তির বাস্তবায়ন নিয়ে সেই দেশটি এখনো তেমন কোনো কাজ করছে না,” মন্তব্য শেখ হাসিনার।

Comments

The Daily Star  | English
gold prices fall

Gold hits all-time high of Tk 109,000 a bhori

The new price will be effective from November 30

1h ago