নেইমারের হালচাল জানালেন তিতে

নেইমার

গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে সেভাবে জ্বলে উঠতে পারেননি। সার্বিয়ার বিপক্ষে শেষ ম্যাচে কিছুটা ঝলক দেখিয়েছেন। তবে ব্রাজিল কোচ তিতে বলছেন, মেক্সিকো ম্যাচের আগে নিজের সেরা ফর্মে ফিরেছেন নেইমার।

দীর্ঘ চার মাসের ইনজুরি শেষে নেইমার এখন নিজের সেরা ফর্মে আছেন বলেই বিশ্বাস তিতের। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, ‘ড্রেসিংরুমের সব কথা তো এখানে বলতে পারব না আমি, তবে কিছুটা আপনাদের সাথে শেয়ার করাই যায়। গত মৌসুমে নেইমার প্রচুর ম্যাচ খেলেছে, আর এত ম্যাচ খেলার খেসারতই দিয়েছে ইনজুরিতে পড়ে।’

‘এখনও পর্যন্ত ও দুর্দান্ত খেলেছে, ইনজুরিতে পড়ার আগে যেভাবে খেলতো সেভাবেই খেলছে এখন। ও আসলেই দুর্দান্ত খেলছে। আগামীকাল (আজ মেক্সিকোর বিপক্ষে ম্যাচে) কীরকম খেলবে সে ব্যাপারে কিছু বলতে পারছি না আমি, তবে এই মুহূর্তে ও নিজের সেরা ফর্মে আছে।’

সংবাদ সম্মেলনে তিতের সাথে ছিলেন ব্রাজিল দলের ফিটনেস কোচ ফ্যাবিও মাহসেরেজিয়ান ও। নেইমারের সেরা ওঠা নিয়ে সন্তুষ্ট তিনিও, ‘আমাদের একটা নির্দিষ্ট ট্র্যাকিং সিস্টেম আছে, যা দিয়ে ম্যাচ চলাকালীন সময়ে খেলোয়াড়দের বিভিন্ন উপাত্ত সংগ্রহ করি আমরা। সার্বিয়ার বিপক্ষে ম্যাচে নেইমারের উপাত্ত বিশ্লেষণ করে আমরা সন্তুষ্ট। এমনকি এই অবস্থাতেও ওর এভারেজ পারফরম্যান্স অনেক সতীর্থের চেয়েও ভালো। এখনও নিজের সেরা ফিটনেসটা ফিরে পায়নি ও, তবে ফিরে পাওয়ার খুব কাছাকাছি চলে এসেছে। সর্বোচ্চ ফিটনেসের একদম কাছাকাছি অবস্থাতেই আছে নেইমার। ওর সেরে ওঠা নিয়ে আমরা খুশি। চেনা রূপে ফিরতে ওর পাঁচ-ছয় ম্যাচ সময় লেগেছে, তবে আমরা আশাবাদী, এখন আর পেছন ফিরে তাকাতে হবে না ওকে।’

আরও পড়ুনঃ স্পেনের জার্সিতে আর দেখা যাবে না ইনিয়েস্তাকে​

আরও পড়ুনঃ মেক্সিকো ম্যাচের আগে দুঃসংবাদ ব্রাজিলের

আরও পড়ুনঃ ব্রাজিল বনাম মেক্সিকো : ভবিষ্যদ্বাণী, একাদশ ও রেকর্ড

Comments

The Daily Star  | English
earthquake in Bangladesh

Hundreds feared dead after 6.0 magnitude earthquake strikes Afghanistan

The quake was at a depth of 10 km (6.21 miles), GFZ said.

2h ago