ঢাবিতে আন্দোলনকারীদের ওপর ফের ‘ছাত্রলীগের হামলা’

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর আজ তৃতীয় দিনের মতো হামলা হয়েছে। ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করতে গেলে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা চড়াও হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা। ছবি: রাশেদ সুমন

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর আজ তৃতীয় দিনের মতো হামলা হয়েছে। ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করতে গেলে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা চড়াও হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারেরে প্রতিবেদক জানান, হামলার সময় শহীদ মিনার এলাকা থেকে বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি বিআই বাঁধন ও সাধারণ সম্পাদক আল-আমিন আন্দোলনের এক নেতা ফারুক হোসেনকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায়। ফারুক এই আন্দোলনে নেতৃত্ব দেওয়া বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক।

সকাল ১০টা ৫০ মিনিটের দিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা মানববন্ধন করার জন্য কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জড়ো হলে ছাত্রলীগের ১০-১৫ জন নেতাকর্মী তাদের ওপর হামলা চালায়। এতে দুজন আন্দোলনকারী আহত হয়েছেন।

এর আগে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নেওয়ার সময় আন্দোলনকারীদের ওপর হামলা করে ছাত্রলীগ। ওই ঘটনায় সাত জন আহত হয়েছিলেন।

আহতদের মধ্যে সংগঠনটির যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর, আন্দোলনের নেতা সাদ্দাম হোসেন, আতাউল্লাহ ও হাসান আল মামুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর পরদিন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আরেক জন যুগ্ম মুহাম্মদ রাশেদ খানকে রাজধানীর ভাষানটেক এলাকা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা সংস্থার সদস্যরা। তাকে তথ্য প্রযুক্তি আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ঢাবিতে হামলার প্রতিবাদে রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করতে গেলে সরকার দলীয় ছাত্র সংগঠনটির নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়ে ১০-১৫ জনকে আহত করে।

শনিবার ঢাবিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে রোববার ঢাবি বাদে সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন ও সোমবার বিক্ষোভের ঘোষণা দেয় সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

Comments

The Daily Star  | English

Metro rail services on Agargaon-Motijheel suspended

Metro rail services on Agargaon-Motijheel routes remain suspended since 9:40 am today due to “technical glitch”

8m ago