কৌতিনহো নেইমারের ছায়ায় থাকলেই ব্রাজিলের মঙ্গল!

একজনের তারকাখ্যাতি বিশ্বজুড়ে, আরেকজন এখনও অতটা খ্যাতি লাভ করতে পারেননি। তবে গ্লোবাল সুপারস্টার নেইমার নন, বিশ্বকাপে ব্রাজিলকে টানছেন তুলনামূলক কম খ্যাতিসম্পন্ন কৌতিনহোই। বিশ্বজুড়ে নেইমারের আবেদন এতটাই, সেরা ফর্মে না থাকার পরেও খবরের শিরোনাম হচ্ছেন তিনিই, সেই তুলনায় কৌতিনহো কভারেজ পাচ্ছেন কমই। তবে রবার্তো কার্লোস বলছেন, এতেই আসলে শাপে বর হচ্ছে ব্রাজিলের।
Brazil Training
ব্রাজিলের অনুশীলনে কৌতিনহো, নেইমার, পাওলিনহো আর উইলিয়ান। ছবিঃরয়টার্স ফাইল ছবি

একজনের তারকাখ্যাতি বিশ্বজুড়ে, আরেকজন এখনও অতটা খ্যাতি লাভ করতে পারেননি। তবে গ্লোবাল সুপারস্টার নেইমার নন, বিশ্বকাপে ব্রাজিলকে টানছেন তুলনামূলক কম খ্যাতিসম্পন্ন কৌতিনহোই। বিশ্বজুড়ে নেইমারের আবেদন এতটাই, সেরা ফর্মে না থাকার পরেও খবরের শিরোনাম হচ্ছেন তিনিই, সেই তুলনায় কৌতিনহো কভারেজ পাচ্ছেন কমই। তবে রবার্তো কার্লোস বলছেন, এতেই আসলে শাপে বর হচ্ছে ব্রাজিলের।

ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপ জেতা রবার্তো কার্লোসের বিশ্বাস, নেইমারের ছায়ায় থেকেই নিজের সেরাটা দিয়ে যাচ্ছেন কৌতিনহো, আর এতেই সুফল পাচ্ছে ব্রাজিল। নেইমারে আড়াল হয়ে যাওয়া কৌতিনহোই ব্রাজিলের হেক্সা জয়ের পথে ট্রাম্পকার্ড হতে পারেন বলেও বিশ্বাস কার্লোসের।

আরও পড়ুন- নেইমারের হালচাল জানালেন তিতে

কিংবদন্তি এই ফুলব্যাক মনে করছেন, কৌতিনহোর কারণেই এবারের বিশ্বকাপ জয়ের জন্য ফেভারিট ব্রাজিল, ‘বার্সেলোনা ও ব্রাজিল দুই দলের হয়েই এই মুহূর্তে ফিলিপে খুব ভালো ছন্দে আছে। ব্রাজিলের জন্য ও খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। কারণ পুরো চাপটা যেখানে নেইমারের উপর থাকে, ও তখন নীরবে নিজের কাজটা করে যেতে পারে। কৌতিনহোর কারণেই এবার ব্রাজিলের বিশ্বকাপ জয়ের খুব ভালো সম্ভাবনা আছে।’

শুধু কৌতিনহো নন, কার্লোস কথা বলেছেন নেইমারকে নিয়েও। এখনও চেনা ছন্দে ফিরতে না পারলেও সেরা ফর্মের নেইমার কত ভয়ংকর সে ব্যাপারে ভালোই জানা আছে কার্লোসের, ‘নেইমার প্রতিদিনই উন্নতি করছে। ও নির্ভার আছে। ইনজুরি থেকে বেশ ভালোভাবেই সেরে উঠেছে ও। ব্রাজিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড় সে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নেইমার যথেষ্ট শান্ত আছে। আর যখন ও শান্ত থাকে, তখনই নিজের সেরাটা দিয়ে পারফর্ম করতে পারে।’

শেষ ষোলোতে আজ মেক্সিকোর মুখোমুখি হচ্ছে ব্রাজিল। টুর্নামেন্টের এই পর্যায়ে এসে কোন প্রতিপক্ষকেই দুর্বল ভাবছেন না সাবেক রিয়াল মাদ্রিদ তারকা কার্লোস, ‘বিশ্বকাপে সহজ ম্যাচ বলতে কিছু নেই। এখানে দুই দলই সমান। চ্যাম্পিয়ন হতে হলে ব্রাজিলকে সব বাধাই টপকাতে হবে। আমার মনে হয় আমাদের দুর্দান্ত একটি দল আছে, এবন আমরা আবারও চ্যাম্পিয়ন হতে পারি। মেক্সিকোকে নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। বাইরে থেকে দেখে ওদের সাদামাটা লাগতে পারে, কিন্তু ওদের দলে প্রচুর মানসম্পন্ন খেলোয়াড় আছে।’

 আরও পড়ুনঃ মেক্সিকো ম্যাচের আগে দুঃসংবাদ ব্রাজিলের

Comments