সংখ্যায় সংখ্যায় ব্রাজিল-মেক্সিকো ম্যাচ

নকআউট পর্বের তৃতীয় দিনের ম্যাচে আজ মাঠে নামছে রাশিয়া বিশ্বকাপের অন্যতম ফেভারিট ব্রাজিল। শেষ ষোলোর ম্যাচে তাদের প্রতিপক্ষ জার্মানিকে টপকে গ্রুপ পর্ব পার হওয়া মেক্সিকো। ম্যাচের আগে পরিসংখ্যানের দিকে একবার নজর দেয়া যাক।
Brazil Training
মেক্সিকো ম্যাচের আগে অনুশীলনে ব্রাজিল, ছবিঃ রয়টার্স

নকআউট পর্বের তৃতীয় দিনের ম্যাচে আজ মাঠে নামছে রাশিয়া বিশ্বকাপের অন্যতম ফেভারিট ব্রাজিল। শেষ ষোলোর ম্যাচে তাদের প্রতিপক্ষ জার্মানিকে টপকে গ্রুপ পর্ব পার হওয়া মেক্সিকো। ম্যাচের আগে পরিসংখ্যানের দিকে একবার নজর দেয়া যাক।

হেড টু হেড:

১) বিশ্বকাপে এর আগে চারবারের দেখায় একবারও ব্রাজিলকে হারাতে পারেনি মেক্সিকো। ব্রাজিল জিতেছে তিন ম্যাচেই, ড্র হয়েছে একটি ম্যাচ।

২) মুখোমুখি হওয়া চার ম্যাচে ব্রাজিলের কালে একটিও গোল দিতে পারেনি মেক্সিকো।

৩) ব্রাজিলের বিপক্ষে মেক্সিকোর একমাত্র ড্রটি গত বিশ্বকাপেই। গ্রুপ পর্বের ম্যাচে গোলকিপার গিলের্মো ওচোয়ার অতিমানবীয় পারফরম্যান্সে ফেভারিট ব্রাজিলকে রুখে দিয়েছিল মেক্সিকো।

৪) গত বিশ্বকাপের পর আর একবারই মুখোমুখি হয়েছে দুই দল। ২০১৫ এর জুনে সাও পাওলোর সেই প্রীতি ম্যাচে ২-০ গোলে জিতেছিল ব্রাজিল। ওই ম্যাচে গোল পেয়েছিলেন এবারের বিশ্বকাপে ব্রাজিলের বড় ভরসা ফিলিপে কৌতিনহো।

ব্রাজিল:

১) মধ্য কিংবা উত্তর আমেরিকার কোন প্রতিপক্ষের বিপক্ষে বিশ্বকাপে কখনো হারেনি ব্রাজিল।

২) বিশ্বকাপের মূল পর্বে ব্রাজিলের শেষ ছয়টি পরাজয়ের সবকয়টিই এসেছে ইউরোপিয়ান দলগুলোর কাছে। ইউরোপের বাইরের কোন দেশের কাছে বিশ্বকাপে ব্রাজিল সর্বশেষ হেরেছে ১৯৯০ বিশ্বকাপে। ক্লদিও ক্যানিজিয়ার একমাত্র গোলে সেবার ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা।

৩) বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি ব্রাজিল, এমনটাও সবশেষ ঘটেছে ওই ১৯৯০ বিশ্বকাপেই। এরপরের ছয় বিশ্বকাপের প্রতিটিতেই অন্তত কোয়ার্টার ফাইনাল খেলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

৪) নিজেদের শেষ ৮ ম্যাচের ৭ টিতেই কোন গোল খায়নি ব্রাজিল। এই ৮ ম্যাচের মধ্যে জিতেছে ৬ টিতেই, ড্র হয়েছে বাকি দুই ম্যাচ।

৫) বিশ্বকাপে নিজেদের শেষ ১৩ ম্যাচের ১০ টিতেই কোন গোল হজম করেনি ব্রাজিল।

৬) মেক্সিকোর বিপক্ষে শেষ তিন ম্যাচেই ক্লিন শীট রেখেছে ব্রাজিল।

আরও পড়ুন- রেকর্ডবুকে ক্রোয়েশিয়া গোলকিপার সোবাসিচ

Mexico Training

মেক্সিকো:

১) বিশ্বকাপে লাতিন প্রতিপক্ষের বিপক্ষে মাত্র একবার জিততে পেরেছে মেক্সিকো। ২০০২ বিশ্বকাপে গ্রুপ পর্বে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়েছিল তারা।

২) গত ছয়টি বিশ্বকাপেই শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে মেক্সিকো। আজও হেরে গেলে টানা ৭ বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেয়ার রেকর্ড করবে মেক্সিকানরা।

৩) মেক্সিকো শেষবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিল ঘরের মাঠে ১৯৮৬ বিশ্বকাপে। কোয়ার্টারে পশ্চিম জার্মানির কাছে হারার আগে শেষ ষোলোতে বুলগেরিয়াকে ২-০ গোলে হারিয়েছিল তারা।

৪) বিশ্বকাপে আজ নিজেদের ৫৭ তম ম্যাচ খেলতে নামছে মেক্সিকো। কখনো বিশ্বকাপ জেতেনি, এমন দলগুলোর মধ্যে বিশ্বকাপে মেক্সিকোর চেয়ে বেশি ম্যাচ খেলেনি আর কোন দল।

৫) এই বিশ্বকাপে ২৭০ মিনিট খেলে প্রতিপক্ষের গোলমুখে মাত্র একটিই শট নিয়েছেন মেক্সিকোর ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হাভিয়ের হার্নান্দেজ। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ওই শট থেকে অবশ্য গোলও তুলে নিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ মেক্সিকো ম্যাচের আগে দুঃসংবাদ ব্রাজিলের

Comments

The Daily Star  | English

How Islami Bank was taken over ‘at gunpoint’

Islami Bank, the largest private bank by deposits in 2017, was a lucrative target for Sheikh Hasina’s cronies when an influential business group with her blessing occupied it by force – a “perfect robbery” in Bangladesh’s banking history.

9h ago