অতীতের যে ম্যাচগুলো আশা জোগাবে মেক্সিকোকে

বিশ্বকাপে চারবার ব্রাজিলের মুখোমুখি হয়ে একবারও জিততে পারেনি মেক্সিকো। কিন্তু তাই বলে হতাশ হওয়ার কিছু নেই ‘এল ত্রি’ নামে পরিচিত মেক্সিকানদের। চাইলে নিচের এই ম্যাচগুলো থেকেই সাহস খুঁজে নিতে পারে মধ্য আমেরিকার দেশটি।

বিশ্বকাপে চারবার ব্রাজিলের মুখোমুখি হয়ে একবারও জিততে পারেনি মেক্সিকো। কিন্তু তাই বলে হতাশ হওয়ার কিছু নেই ‘এল ত্রি’ নামে পরিচিত মেক্সিকানদের। চাইলে নিচের এই ম্যাচগুলো থেকেই সাহস খুঁজে নিতে পারে মধ্য আমেরিকার দেশটি।

১৯৯৯ কনফেডারেশন্স কাপ ফাইনাল:

১৯৯৯ কনফেডারেশন্স কাপের স্বাগতিক দেশ ছিল মেক্সিকো। নিজের দেশের দর্শকদের সমর্থনে ফাইনালেও উঠে যায় দলটি। ফাইনালে প্রতিপক্ষ ছিল ফেভারিট ব্রাজিল। এস্তাদিও অ্যাজটেকার ফাইনালে ১ লাখেরও বেশি সমর্থকের সামনে ফেভারিট ব্রাজিলকে উত্তেজনাপূর্ণ ম্যাচে ৪-৩ গোলে হারিয়ে প্রথমবারের মতো কনফেডারেশন্স কাপের শিরোপা ঘরে তোলে মেক্সিকো।

২০০৫ অনূর্ধ্ব ১৭ চ্যাম্পিয়নশিপ ফাইনাল:

মেক্সিকোর বর্তমান প্রজন্মের বেশিরভাগ তারকা ফুটবলারই এসেছে ২০০৫ সালের এই টুর্নামেন্ট থেকে। এই টুর্নামেন্ট থেকেই উঠে এসেছেন জিওভানি ডস সান্তোস, কার্লোস ভেলাদের মতো তারকারা। পেরুতে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের ফাইনালে ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা ঘরে তোলে মেক্সিকোর যুবারা। ওই ফাইনালে গোল করেছিলেন মেক্সিকোর বর্তমান দলের তারকা ফুটবলার ভেলা।

২০০৫ কনফেডারেশন্স কাপ গ্রুপ ম্যাচ:

ছয় বছর আগের কনফেডারেশন্স কাপের মতো এবারও মেক্সিকোর কাছে হারতে হয় ব্রাজিলকে। তবে এবার ফাইনালে নয়, দুই দলের দেখা হয়েছিল গ্রুপ পর্বে। শেষ পর্যন্ত ব্রাজিল ওই আসরের চ্যাম্পিয়ন হলেও গ্রুপ পর্বের ম্যাচে ১-০ গোলে জিতেছিল মেক্সিকোই।

২০০৭ কোপা আমেরিকা গ্রুপ ‘বি’ ম্যাচ:

কোপা আমেরিকার সেই আসরে একই গ্রুপে পড়ে দুই দল। গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয় তারা। দুই বছর আগের কনফেডারেশন্স কাপের মতো যদিও সেই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল, কিন্তু নিজেদের মুখোমুখি লড়াইয়ে ২-০ গোলে জিতেছিল মেক্সিকোই।

২০১২ অলিম্পিক গোল্ড মেডেল ম্যাচ:

তখনও পর্যন্ত ফুটবলে অলিম্পিক সোনা ছুঁয়ে দেখা হয়নি ব্রাজিলের। ২০১২ লন্ডন অলিম্পিকে সেই স্বপ্ন পূরণের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল ব্রাজিল। কিন্তু ফাইনালে মেক্সিকোর সাথে পারেনি নেইমার-পাতোদের ব্রাজিল। হেক্টর হেরেরা, জিওভানি ডস সান্তোস, মার্কো ফ্যাবিয়ান ও হাভিয়ের আকুইনোদের সমন্বয়ে গড়া মেক্সিকো ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে জিতে নেয় অলিম্পিকের স্বর্ণপদক।

২০১৪ বিশ্বকাপ গ্রুপ পর্বের ম্যাচ:

চার বছর আগে ফোর্তালেজার ম্যাচে মেক্সিকো জিততে পারেনি ঠিকই, কিন্তু জিততে দেয়নি ব্রাজিলকেও। গোলকিপার গিলের্মো ওচোয়ার অতিমানবীয় পারফরম্যান্সে গ্রুপ পর্বের ম্যাচে ব্রাজিলকে গোলশূন্য ড্র’তে রুখে দিয়েছিল মেক্সিকো।

 

 

Comments

The Daily Star  | English

77.78% students pass HSC, equivalent exams; down 0.86 points from last year

A total of 1,45,911 students earned GPA-5 in HSC and equivalent examinations whereas the number was 92,595 last year

2h ago