কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ ৫ দিনের রিমান্ডে
সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী মুহাম্মদ রাশেদ খানকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন ঢাকার একটি আদালত।
পুলিশের গোয়েন্দা সদস্যরা একটি তথ্য-প্রযুক্তি মামলায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মহানগর ম্যাজিট্রেট রায়হান উল ইসলাম আজ (২ জুলাই) এই আদেশ দেন।
রাশেদ আত্মপক্ষ সমর্থন করে আদালতকে বলেন, তার ফেসবুক পোস্টটি ছিল গেজেট প্রজ্ঞাপনের দেরি হওয়া সংক্রান্ত। এতে প্রধানমন্ত্রী সম্পর্কে কোনো মানহানিকর মন্তব্য করা হয়নি।
গতকাল (১ জুলাই) দুপুরে রাজধানীর ভাষানটেক থেকে গোয়েন্দা পুলিশের সদস্যরা রাশেদকে তুলে নিয়ে যাওয়ার পর তাকে তথ্য-প্রযুক্তি আইনের বিতর্কিত ৫৭ ধারায় গ্রেফতার দেখান।
মামলার নথিতে বলা হয়, গত ২৭ জুন ফেসবুক লাইভে রাশেদ প্রধানমন্ত্রী সম্পর্কে “মানহানিকর” মন্তব্য প্রকাশ করে। এছাড়াও, সে “বিভ্রান্তিকর তথ্য প্রচার করে ক্যাম্পাসে অরাজকতা সৃষ্টি করে যাচ্ছিল”।
Comments