কোটা সংস্কার সিদ্ধান্ত বিবেচনাধীন: মন্ত্রিপরিষদ সচিব

সরকারি চাকরিতে বিদ্যমান কোটা বাতিল বা সংস্কারের বিষয়টি নিয়ে এখনো আলোচনা চলছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
Cabinet Secretary Mohammad Shafiul Alam
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। ছবি: ফাইল ফটো

সরকারি চাকরিতে বিদ্যমান কোটা বাতিল বা সংস্কারের বিষয়টি নিয়ে এখনো আলোচনা চলছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়, কোটা সংস্কারের বিষয়টি সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে বিবেচনাধীন রয়েছে। “এতে জটিলতা আছে, একটু সময় লাগবে,” বলেও মন্তব্য করেন তিনি।

আজ (২ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব এ কথা বলেন।

কোটা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার অগ্রগতি সম্পর্কে জানতে চাওয়া হলে সচিব বলেন, “এটা সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে সক্রিয় বিবেচনাধীন আছে। আমাদের পর্যায়ে এখনো আসেনি। তবে আপনারা যত সহজভাবে এটা বিশ্লেষণ করছেন, তত সহজ নয়। জটিলতা আছে। অনেক বিচার-বিশ্লেষণ করে সিদ্ধান্ত আসবে। আমরা সেই আলোকে কার্যক্রম নেব।”

কবে সেই আলোচনা শেষ হবে— এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, “এটা অনুমান করা কঠিন। একটু সময় লাগবে মনে হচ্ছে।”

সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। আন্দোলনের একপর্যায়ে গত মার্চে পুলিশ আন্দোলনকারীদের ওপর হামলা করে।

গত ৮ এপ্রিল ঢাকার শাহবাগে আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এরপর এই আন্দোলন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে গত ১১ এপ্রিল জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বাতিলের ঘোষণা দেন।

এরপর, কোটা সংস্কার নিয়ে সরকার কোনো প্রজ্ঞাপন জারি না করায় গত ৩০ জুন আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের পরবর্তী কর্মসূচি জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন ডেকেছিলেন। সংবাদ সম্মেলন শুরুর আগে ছাত্রলীগের একদল নেতা-কর্মী কোটা আন্দোলনকারীদের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠে।

এছাড়াও, পুলিশ আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাশেদ খানকে গতকাল গ্রেফতার করে। আজ রাশেদকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন ঢাকার একটি আদালত।

Comments

The Daily Star  | English

Further uncertainty over Rooppur plant launch

The construction work for the transmission line through the Padma and Jamuna rivers for the Rooppur nuclear power plant has come to a grinding halt with the ouster of the Awami League government as the Indian contractor has left the site.

9h ago