‘রক্ষণ, আক্রমণে ব্রাজিল ভারসাম্যপূর্ণ দল’

প্রথমার্ধে ঠিক নিজের মতো খেলতে না পারলেও দ্বিতীয়ার্ধে ঠিকই উজ্জ্বল ছিলেন উইলিয়ান। ব্রাজিলের জয়ের পেছনে অনেকটা কৃতিত্ব দেয়া যায় উইলিয়ানকে। ম্যাচ শেষে সেই উইলিয়ানকে কথা বলতে হলো ভিন্ন প্রসঙ্গ নিয়ে। ব্রাজিল রক্ষণাত্মক খেলছে কী না, এমন প্রশ্ন করা হলে সেটা উড়িয়ে দিয়েছেন উইলিয়ান।
উইলিয়ান

প্রথমার্ধে ঠিক নিজের মতো খেলতে না পারলেও দ্বিতীয়ার্ধে ঠিকই উজ্জ্বল ছিলেন উইলিয়ান। ব্রাজিলের জয়ের পেছনে অনেকটা কৃতিত্ব দেয়া যায় উইলিয়ানকে। ম্যাচ শেষে সেই উইলিয়ানকে কথা বলতে হলো ভিন্ন প্রসঙ্গ নিয়ে। ব্রাজিল রক্ষণাত্মক খেলছে কী না, এমন প্রশ্ন করা হলে সেটা উড়িয়ে দিয়েছেন উইলিয়ান।

ব্রাজিলকে রক্ষণাত্মক নয়, বরং ভারসাম্যপূর্ণ দল হিসেবে দাবি করেছেন এই ব্রাজিলীয় উইঙ্গার। দলের ভারসাম্যের কারণেই তাঁদের রক্ষণভাগ এত শক্তিশালী বলে দাবি করেছেন তিনি।

এখনও পর্যন্ত চার ম্যাচে মাত্র একটি গোল হজম করতে হয়েছে ব্রাজিলকে। উইলিয়ান বলছেন, রক্ষণভাগ তো বটেই, ব্রাজিলের গোটা দলটাই ভারসাম্যপূর্ণ, ‘আমরা ভালো খেলেছি। বিশেষ করে রক্ষণভাগে আমরা খুবই সলিড ছিলাম। আমরা খুব ভালোভাবে ডিফেন্ড করেছি, এবং যখনই বল পায়ে পেয়েছি গোলের প্রচুর সুযোগ তৈরি করেছি। ফুটবলে আক্রমণ এবং রক্ষণ দুটোই সমান গুরুত্বপূর্ণ। সে কারণে দুই ভাগের মধ্যেই একটা ভারসাম্য রাখা খুব জরুরী। যখন আমাদের পায়ে বল থাকে না, তখন আমরা রক্ষণে মন দেই। আর যখন পায়ে বল থাকে, তখন আমরা যেটা সবচেয়ে ভালো পারি, সেটাই করি। আমার মনে হয় আমরা খুব ভালো খেলেছি আজকে।’

নিজের পারফরম্যান্স দিয়ে সহকারী কোচ সিলভিনহোর মনও জয় করে নিয়েছেন উইলিয়ান। ডগলাস কস্তার ইনজুরির পর কিছুটা দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল ব্রাজিল সমর্থকেরা, কিন্তু কালকের ম্যাচে উইলিয়ানের পারফরম্যান্সের পর আর কোন দুশ্চিন্তা থাকার কথা নয় তাদের মনে। রাইট ব্যাক ফ্যাগনারকে যোগ্য সমর্থন দেয়ায় সিলভিনহোর বাহবা পাচ্ছেন উইলিয়ান, ‘উইলিয়ান যখনই খেলে, পারফর্ম করে। ট্যাকটিকালি অনেক দায়িত্ব পালন করতে হয় ওকে। ফ্যাগনারের সাথে সংযোগ তৈরি করার জন্য ও খুব গুরুত্বপূর্ণ। কখনো কখনো পাউলিনহোকেও ব্যাকআপ দেয় ও। কিন্তু এতকিছুর পরেও দুর্দান্তভাবে পারফর্ম করেছে ও। দ্বিতীয়ার্ধে টেকনিকালি খুব ভালো খেলেছে। ওর কাছে আমাদের যেমন প্রত্যাশা, ঠিক সেভাবেই খেলছে ও।’  

আরও পড়ুন: জাপান ভয় পাইয়ে দিয়েছিল, বলছেন হ্যাজার্ড

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

10m ago