দুষ্কৃতিকারীর কবলে কলকাতায় বেড়াতে আসা ৬ বাংলাদেশি পর্যটক

কলকাতার অদূরে নিউটাউন এলাকায় বেড়াতে এসে ভারতীয় দুস্কৃতিকারীদের হামলার শিকার হলেন ছয় বাংলাদেশি পর্যটক। তাদের বাড়ি সাতক্ষীরা জেলায়। এই ঘটনায় স্থানীয় পুলিশ পাঁচজন দুস্কৃতিকারীকে গ্রেফতার করেছে।
গতকাল (২ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ থেকে বেড়াতে এসেছিলেন ধনঞ্জয় সানা এবং তার সঙ্গে আরো পাঁচ বন্ধু। নিউটাউনের তারুলিয়ায় তাদের এক মামার বাড়িতে দুদিন থেকে বন্ধুদের নিয়ে পুরীতে রথযাত্রা অনুষ্ঠানে যোগ দেবেন তারা- এমনটিই ছিল পরিকল্পনা। কিন্তু, মামার বাড়িতে তালা দেখে ব্যাগ-পত্র নিয়ে বাড়ির পাশের একটি মাঠে বসে অপেক্ষা করছিলেন তারা।
ততক্ষণে পাশের একটি ক্লাব থেকে একদল যুবক এসে তাদের ওপর চড়াও হয়। তারা বাংলাদেশ থেকে এসেছে সেটিই তাদের অপরাধ বলে দাবি করে। ক্লাবের জন্য কিছু টাকাও চায় ওই ভারতীয় যুবকরা। টাকা দিতে অস্বীকৃতি জানালে বাংলাদেশি পর্যটকদের মারধর করে তারা। এমনকি, প্রত্যেকের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। নেওয়া হয় বেড়াতে আসার টাকাও।
সেখানে কোনোক্রমে প্রাণে বেঁচে ফিরে এসেই ঘটনাটি জানানো হয় কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাস দফতরে। সেখান থেকে রাতেই নিউটাউন থানায় বিষয়টি জানানো হয়। থানার পুলিশ রাতেই অভিযানে নামে। রাতভর অভিযানে নিউটাউনের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় পাঁচজন যুবককে।
আজ (৩ জুলাই) সকাল পর্যন্ত লুট হওয়া টাকা না ফেরত পাওয়া গেলেও চারটি মোবাইল ফোন উদ্ধার করেছে কলকাতা পুলিশ।
Comments