শিক্ষার্থীদের ওপর হামলার কথা ‘জানেন না’ ঢাবি প্রক্টর

গত তিনদিনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বেশ কয়েকবার হামলা হলেও সে বিষয়ে “অবগত” নন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম গোলাম রব্বানী।
du proctor
৩ জুলাই ২০১৮, নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম গোলাম রব্বানী। ছবি: প্রবীর দাশ

গত তিনদিনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বেশ কয়েকবার হামলা হলেও সে বিষয়ে “অবগত” নন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম গোলাম রব্বানী।

নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি বলেন, “হামলার বিষয়ে কেউ তাকে অবহিত করেননি” এবং কেউ যদি লিখিত অভিযোগ দেন তাহলে তিনি “ব্যবস্থা” নিবেন বলেও জানান।

‘নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে একদল শিক্ষার্থী আজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সমাবেশ করেন। এরপর তারা শিক্ষার্থীদের ওপর হামলার বিষয়ে প্রক্টরের নিষ্ক্রিয়তার কারণ জানতে চেয়ে তার কার্যালয়ে যান।

গত ৩০ জুন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমবেত আন্দোলনকারীদের ওপর ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত ছাত্রলীগের কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ উঠে। সেসময় আন্দোলনকারীদের নেতা নূরুল হক নূর আহত হন।

এরপর, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা সমবেত হলে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষ, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করে।

তবে ঢাবি প্রক্টর ক্যাম্পাসে হামলার ঘটনার তদন্ত করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন। একই সঙ্গে তিনি ক্যাম্পাসের “শাস্তিপূর্ণ শিক্ষার পরিবেশ নষ্ট করার চেষ্টাকারীদের” বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারী দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত তাদের গ্রেফতারের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিবে কি না- এমন প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করেননি প্রক্টর।

Comments

The Daily Star  | English
Chief Adviser Muhammad Yunus

Chief Adviser Yunus's UNGA trip a critical turning point

Now is the best chance for Bangladesh to strengthen international cooperation.

11h ago