ফারুক গ্রেপ্তার হয়েছে, জানাল পুলিশ
কোটা সংস্কার আন্দোলনের নেতা ফারুক হোসেন পুলিশের হেফাজতে রয়েছে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের মারধর করে ফারুককে তুলে নিয়ে গিয়েছিল ছাত্রলীগের নেতারা। এর পর ২৪ ঘণ্টার বেশি পেরিয়ে গেলেও তার খোঁজ মিলছিল না।
ফারুক কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক।
আজ দুপুর ২টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন যে ফারুক তাদের হেফাজতে রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের আরেকজন কর্মকর্তা বলেন, ফারুককে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হবে।
পরে গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য দ্য ডেইলি স্টারকে বলেন, আন্দোলনের সময় একজন পুলিশ সদস্যকে মারধরের মামলায় ফারুককে গ্রেপ্তার দেখানো হয়েছে। শাহবাগ থানায় এই মামলাটি করা হয়েছিল।
ফারুকের বড় ভাই আরিফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, তিনি শাহবাগ, রমনা ও নিউমার্কেট থানায় গিয়ে ভাইয়ের সন্ধান পাননি। তার ভাইয়ের ব্যাপারে কারও কাছ থেকে তিনি কোনো তথ্য পাননি।
এর আগে গত রোববার এই আন্দোলনের আরেক নেতা রাশেদ খানকে ভাসানটেক এলাকা থেকে ধরে নিয়ে যাওয়া হয়। পরে সেদিন পুলিশের তরফে জানানো হয়, রাশেদকে তারা গ্রেপ্তার করেছে। পরে আদালতে নিয়ে পুলিশের পক্ষ থেকে রিমান্ড আবেদন করা হলে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়।
গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি বিআই বাঁধন ও সাধারণ সম্পাদক আল-আমিন মোটরসাইকেলে করে ফারুককে তুলে নিয়ে গিয়েছিল।
Comments