টেস্টে পেসাররা কবে ভালো করেছে মনে নেই সাকিবের
ঘরে কিংবা বাইরে বাংলাদেশ দলের পেসাররা কোথাও সাদা পোশাকে পারফর্ম করতে পারছেন না।টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান তো মনেই করতে পারছেন শেষ কবে কোন পেসার পাঁচ উইকেট নিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে অধিনায়ক চান এবার জ্বলে উঠুক পেসাররাও।
বুধবার থেকে শুরু হওয়া অ্যান্টিগা টেস্টে ভালো করতে হবে জ্বলে উঠতে হবে পেসারদের। মোস্তাফিজুর রহমান না থাকায় পেস আক্রমণ এমনিতেই দুর্বল। কন্ডিশন অনুকূলে থাকলেও পেসারদের উপর ভরসা করতে পারছেন না অধিনায়ক, 'বলা কঠিন কে সফল হবে। আমাদের ফাস্ট বোলাররা দেশে ও দেশের বাইরে ব্যর্থ হয়েছে। আমার মনে পড়ে না শেষ কবে আমাদের কোন পেসার টেস্টে পাঁচ উইকেট নিয়েছে।’
সাকিবের অবশ্য ভুলে যাওয়ারই কথা। সাম্প্রতিক সময়ে টেস্টে বাংলাদেশের কোন পেসার আসলেই পাঁচ উইকেট নিতে পারেননি। সর্বশেষ ৫ উইকেট নিয়েছিলেন রবিউল ইসলাম শিবলু। তাও সেই ২০১৩ সালে জিম্বাবুয়ে সফরে ৭১ রানে ৬ উইকেট নিয়েছিলেন। সেই রবিউল হারিয়ে গেছেন মূলস্রোত থেকেই।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবার টেস্ট স্কোয়াডে আছেন রুবেল হোসেন, শফিউল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি আর আবু জায়েদ রাহি। এরমধ্যে রাহি আছেন অভিষেকের অপেক্ষায়। সবচেয়ে অভিজ্ঞ রুবেল খেলেছেন ২৫ টেস্ট। ২০১০ সালে একবার ৫ উইকেট নেওয়ার কীর্তি আছে তার।
টেস্ট শুরুর আগে তাই সাকিবের প্রত্যাশা পেসাররা এবার কিছু একটা করে দেখান, ‘আমি মনে করি এই জায়গায় উন্নতি করার অনেক জায়গা আছে। আমাদের স্পিনাররা কন্ডিশনের সহায়তা পেলে দলকে সাফল্য এনে দিতে সক্ষম। আমাদের পেসারদেরও একই কাজ করতে হবে। বিসিবি ফাস্ট বোলিং ক্যাম্প করার চেষ্টা করছে, আমি মনে করি এটা আমাদের সাহায্য করবে।'
Comments