রিয়াল ছেড়ে রোনালদোর জুভেন্টাসে যাওয়ার গুঞ্জন
রিয়াল মাদ্রিদ ছেড়ে ক্রিস্তিয়ানো রোনালদো ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে যোগ দিচ্ছেন বলে খবর বেরিয়েছে স্প্যানিশ ও ব্রিটিশ কয়েকটি গণমাধ্যমে। রিয়াল মাদ্রিদকে চারবার চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো এই তারকা নাকি এই মৌসুমেই রিয়ালের সঙ্গে সম্পর্ক চুকেবুকে ফেলতে যাচ্ছেন।
স্প্যানিশ একটি গণমাধ্যমের বরাতে গোলডটকম জানিয়েছে ১০০ মিলিয়ন ইউরোর দফারফায় রিয়াল ছাড়ছেন পাঁচবারের ফিফা বর্ষসেরা এই ফুটবলার।
তবেই এই ব্যাপারে রিয়াল মাদ্রিদ বা জুভেন্টাস কোন ক্লাবের পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
¡¡EXCLUSIVA #JUGONES!! @jpedrerol: "CRISTIANO SE VA del REAL MADRID. Van a ACEPTAR la OFERTA de 100M de la Juve". ¡YA en @laSextaTV! pic.twitter.com/9jb0dQZvsD
El Chiringuito TV (@elchiringuitotv) July 3, 2018
ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ২০০৯-১০ মৌসুমে রেকর্ড ৯৪ মিলিয়ন ইউরোতে রোনালদোকে দলে নিয়েছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এই সময়টা রিয়ালের হয়ে রোনালদো জিতেছেন চারটি চ্যাম্পিয়ন ট্রফি, নিজে বিশ্ব সেরা খেলোয়াড় হয়েছেন চারবার। ভেঙেছেন একের পর এক রেকর্ড।
তবে বিশ্ব সেরা খেলোয়াড় হয়েও বেতনের দিক থেকে পিছিয়ে ছিলেন তিনি। তার সঙ্গে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের রিয়ালে আসার গুঞ্জন মিলিয়ে রিয়াল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন রোনালদো, এমন খবর দিচ্ছে স্প্যানিশ গণমাধ্যম এল চিরিগুইতো।
রোনালদোকে এই মৌসুমেই ছেড়ে দিতে চায় রিয়ালও। ৩৩ বছর বয়সী রোনালদোকে ধরে রাখলে পরে বেশি দাম পাওয়া যাবে না বলেও নাকি চিন্তা কাজ করছে।
খবর অনুযায়ী, ৪ বছরের চুক্তিতেই রোনালদোকে ক্লাবে নিতে প্রস্তুত জুভেন্টাস। রিয়ালে রোনালদোর রিলিজ ক্লজ ১ বিলিয়ন ইউরো থেকে ১২০ মিলিয়নে নামিয়ে আনার খবর কদিন আগে চাউর হয়েছে। এতেও রোনালদোর ক্লাব বদলের গুঞ্জন ডানা মেলতে শুরু করে।
Comments