বেলজিয়াম ম্যাচের আগে সুসংবাদ শুনল ব্রাজিল
শেষ ষোলো পর্যন্ত তেমন কোনো বড় দলের মুখোমুখি না হলেও কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের শক্ত প্রতিদ্বন্দ্বিতারই মুখোমুখি হতে হবে ব্রাজিলকে। তবে তার আগে বড় একটা সুসংবাদই শুনল ব্রাজিল। ইনজুরি কাটিয়ে উঠেছেন ডগলাস কস্তা।
হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে গত দুই ম্যাচ মাঠের বাইরে থাকতে হয়েছে জুভেন্টাসের এই উইঙ্গারকে। তবে বেলজিয়াম ম্যাচকে সামনে রেখে দলের সাথে অনুশীলন করেছেন কস্তা।
এখনও পর্যন্ত টুর্নামেন্টে কেবল ৪৫ মিনিট খেলেছেন কস্তা। কোস্টারিকার বিপক্ষে ২-০ গোলে জয় পাওয়া ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। ওই ম্যাচেই ইনজুরিতে পড়লে পরের দুই ম্যাচে আর মাঠে নামা হয়নি তার। তার জায়গায় সার্বিয়া ও মেক্সিকো ম্যাচে খেলেছেন উইলিয়ান।
আগামী শুক্রবার কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়েই আবার মাঠে ফিরতে পারেন গত মাসে বায়ার্ন মিউনিখ থেকে পাকাপাকিভাবে জুভেন্টাসে যোগ দেয়া কস্তা।
Comments