কোচ নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করলো জার্মানি
যে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি গত ৮০ বছরে, জোয়াকিম লো’র জার্মানিকে সেটাই পেতে হয়েছে রাশিয়া বিশ্বকাপে। কিন্তু তারপরেও লোয়ের উপরেই আস্থা রাখছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন। জার্মান দলের কোচ হিসেবে থেকে যাচ্ছেন তিনিই।
ডিএফবি সভাপতি রেইনার্ড গ্রিন্ডেল বলেছেন, জার্মানির কোচের পদের জন্য লো ই উপযুক্ত ব্যক্তি, ‘আমাদের মধ্যে খুবই উন্মুক্ত আলোচনা হয়েছে, সেখানে আমরা অনেক বিষয় নিয়েই কথা বলেছি। আমরা এই বিষয়ে নিশ্চিত হয়েছি যে লো এমন একজন কোচ যে কি না সবকিছু খুঁটিয়ে বিশ্লেষণ করবে, সঠিক পদক্ষেপ নেবে এবং জার্মানিকে আবারও সাফল্যের পথে ফিরিয়ে আনবে।’
লোকে কোচ হিসেবে রেখে দেয়ার কথা নিশ্চিত করেছে জার্মান ফুটবলের অভিভাবক সংস্থাটি। ফেডারেশন এমন সিদ্ধান্ত নেয়ায় এক বিবৃতিতে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জার্মানিকে গত বিশ্বকাপে চ্যাম্পিয়ন করা লো, ‘ডিএফবি (জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন) আমার উপর যে আস্থা রেখেছে, তাতে আমি সত্যিই কৃতজ্ঞ। বাদ পড়ার পর আমাদের নিয়ে যৌক্তিক সমালোচনা হওয়ার পরেও আমাকে যথেষ্ট সাহস ও সমর্থন দেয়া হয়েছে।’
‘নতুন মৌসুমে আমি আমার গোটা দলকে সাথে নিয়ে বিশ্লেষণ করব। সবার সাথে কথা বলার পরে সঠিক সিদ্ধান্তে আসব। কিছুটা সময় হয়তো লাগবে, কিন্তু সেপ্টেম্বরে আন্তর্জাতিক ফুটবলের নতুন মৌসুম শুরুর আগেই সবকিছু ঠিকঠাক করে নিতে হবে আমাদের।’
রাশিয়া বিশ্বকাপের আগেই ২০২২ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি নবায়ন করেছিলেন লো। তবে এই বিশ্বকাপের ফল বিপর্যয়ের পর সরে দাঁড়াতে পারেন লো, এমন গুঞ্জনও শোনা গিয়েছিল। আপাতত সেই গুঞ্জন থামিয়ে দিলো ডিএফবি।
Comments