‘স্বপ্নের’ ম্যাচে ব্রাজিলকেই ফেভারিট মানছেন বেলজিয়াম কোচ
ব্রাজিলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালকে ‘স্বপ্নের ম্যাচ’ বলে অভিহিত করেছেন বেলজিয়াম কোচ রবার্তো মার্টিনেজ। সাথে এটাও বলেছেন, কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম নয়, ফেভারিট থাকবে ব্রাজিলই।
কোয়ার্টার ফাইনালকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত আছে বেলজিয়াম দল। সেখানেই সাংবাদিকদের সাথে কথা বলার সময় এমনটা বলেছেন বেলজিয়াম কোচ, ‘দুই দলই গোল করতে পটু, ম্যাচ জেতাই দুই দলের মূল লক্ষ্য। আমরা আমাদের সামর্থ্য সম্পর্কে জানি, কিন্তু এই ম্যাচে ব্রাজিলই ফেভারিট।’
ব্রাজিল ম্যাচকে নিজেদের জন্য ‘স্বপ্নের’ ম্যাচ বলেই অভিহিত করেছেন মার্টিনেজ, ‘এই ম্যাচটা আমাদের খেলোয়াড়দের জন্য স্বপ্নের ম্যাচ। এই মানের ম্যাচ খেলার জন্যই জন্ম হয়েছে ওদের। স্বাভাবিকভাবেই আমরা জিততে চাইব, কিন্তু এই ম্যাচে ফেভারিট তকমাটা আমাদের উপর থাকবে না। এটা আমাদের জন্য এক অন্যরকম অভিজ্ঞতা।’
ব্রাজিলের বিপক্ষে কীভাবে খেলতে হবে, সেটাও যেন বলেই দিলেন বেলজিয়াম কোচ, ‘ব্রাজিলের মতো একটা দলের বিপক্ষে আপনাকে ১১ জন মিলেই রক্ষণ সামলাতে হবে, আবার ১১ জন মিলেই আক্রমণে উঠতে হবে। এই ম্যাচের কৌশল সম্পর্কে গোপন করার খুব বেশি কিছু আছে বলে মনে হয় না। যতটা ভালোভাবে সম্ভব রক্ষণভাগ সামলাতে হবে আমাদের, আর যখন বল পায়ে পাব তখন ওদেরকে ভোগাতে হবে। কাজটা মোটেও সহজ নয়, তবে আমার স্কোয়াড এই চ্যালেঞ্জ নেয়ার জন্য প্রস্তুত।’
Comments