সেই পিচেই কত সাবলীল ওয়েস্ট ইন্ডিজ
যে পিচে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে কাবু হলো বাংলাদেশ সে পিচে নেমেই সাবলীল ব্যাটিং করে চলেছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। হাতে ৮ উইকেট রেখে প্রথম দিনেই ১৫৮ রানে এগিয়ে গেছে তারা।
ঘাসে ছোঁয়া ছিল, ছিল আর্দ্রতা। বাউন্স আর মুভমেন্টে পেসারদের জন্য ছিল বাড়তি রসদ। তবে তা যেন কেবল বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য। ক্যারিবিয়ানরা ব্যাট করতে নামতেই উইকেট হয়ে গেল কেমন ম্যাড়ম্যাড়ে, কোন সমস্যাই তৈরি করতে পারেননি বাংলাদেশের পেসাররা।
অ্যান্টিগা টেস্টের প্রথম সেশনে বাংলাদেশের ৪৩ রানের জবাবে দিন শেষে ২ উইকেটে ২০১ রান করে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। ৮৮ রানে অপরাজিত আছেন ক্রেইগ ব্র্যথওয়েট। যা বাংলাদেশ গোটা দলের রানের দ্বিগুনের বেশি। ডেভন স্মিথ ৫৮ আর কাইরেন পাওয়েল ৪৮ রান করে আউট হয়েছেন। তারাও বাংলাদেশ দলের সংগ্রহ থেকে বেশি রান করে গেছেন।
দিনশেষে ব্রাথয়েটের সঙ্গী নাইটওয়াচম্যান দেবেন্দ্র বিশু। বাংলাদেশের সাদামাটা বোলিংয়ের সামনে কোথায় থামবে উইন্ডিজ এটাই এখন প্রশ্ন।
উইকেট আর কন্ডিশনের অবস্থা বুঝেই বাংলাদেশকে ব্যাট করতে পাঠিয়েছিলেন উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। এরপরের ফুটবল ম্যাচের আয়ুর মতো টপাটপ ইনিংস শেষ করে বাংলাদেশ। নিজেদের ইতিহাসে সর্বনিম্ন ৪৩ রানে গুটিয়ে যায়। দলের হয়ে কেবল লিটন দাস (২৫) যেতে পেরেছেন দুই অঙ্কে।
উইন্ডিজের বোলাররা উইকেট থেকে সোনা ফলাতে পারলেও বল করতে নেমে খাপছাড়া, এলোমেলো বাংলাদেশের পেসাররা। বাউন্স নেই, গতি নেই, মুভমেন্ট নেই। কেবল সাদামাটা বোলিং করে গেলেন তারা। এতে ফল পাওয়ার কোন উপায় ছিল না।এরমধ্যে কিছুটা ভাল ছিলেন অভিষিক্ত আবু জায়েদ রাহি। উইকেট পেয়েছেন তিনিই। আরেক উইকেট গেছে মাহমুদউল্লাহ রিয়াদের পকেটে।
অ্যান্টিগা টেস্টের যা অবস্থা তাতে প্রথম দিন শেষেই ইনিংস হারের শঙ্কা জেগেছে বাংলাদেশে সামনে। হতাশায় মোড়া এই দিনই টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বাজে দিন।
সংক্ষিপ্ত স্কোর: (প্রথম দিন শেষে)
বাংলাদেশ ১ম ইনিংস: ১৮.৪ ওভারে ৪৩ (তামিম ৪, লিটন ২৫, মুমিনুল ১, মুশফিক ০, সাকিব ০, মাহমুদউল্লাহ ০, সোহান ৪, মিরাজ ১, রাব্বি ০, রুবেল ৬*, আবু জায়েদ ২; রোচ ৫/৮, গ্যাব্রিয়েল ০/১৪, হোল্ডার ২/১০, কামিন্স ৩/১১)।
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৬৮ ওভারে ২০১/২ (ব্র্যাথওয়েট ৮৮*, স্মিথ ৫৮, পাওয়েল ৪৮, বিশু ১*; আবু জায়েদ ১/৫৫, রুবেল ০/২৪, কামরুল ০/৪৫, সাকিব ০/২২, মিরাজ ০/৪৫, মাহমুদউল্লাহ ১/৬)।
Comments