হাসপাতালে রাশেদ খান মেনন
সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন আজ (৫ জুলাই) সকালে তার সরকারি বাসভবনের আঙিনায় হাঁটতে বেরিয়ে হঠাৎ পড়ে গিয়ে আহত হয়েছেন।
তার দল বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক দ্য ডেইলি স্টারকে জানান, মেনন সকাল ৭টার দিকে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাড়ির আঙিনায় পা পিছলে পড়ে গিয়ে ব্যথা পান।
মেননের হিপ জয়েন্টের একটি হাড় ভেঙ্গে গেছে বলে উল্লেখ করে তিনি বলেন, দুর্ঘটনার পরপরই সমাজকল্যাণমন্ত্রীকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Comments