মাইলফলকে পৌঁছেই ফিরলেন তামিম
সব সংস্করণেই দেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। নিজের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকে বরাবরই। এবার টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে চার হাজার রানের মাইলফলকে পৌঁছেছেন তামিম ইকবাল। তবে বাউন্ডারিতে মাইলফলকে পৌঁছার পরের বলেই আউট হয়ে যান তিনি।
অ্যান্টিগা টেস্টের আগে এই মাইলফলকে যেতে ১৫ রান দূরে ছিলেন তামিম। প্রথম ইনিংসে মাত্র ৪ রান করে আউট হলে বাড়ে অপেক্ষা। দ্বিতীয় ইনিংসে করলেন ১৩ রান করে চার হাজারি ক্লাবে ঢুকেন তামিম। শ্যানন গ্যাব্রিয়েলের পরের বলেই অফ স্টাম্পের বাইরের বলে ব্যাটের ফেস ওপেন করে গালিতে ক্যাচ দেন বাংলাদেশ ওপেনার।
পুরো টেস্টের খবর পড়ুন- দুর্গম গিরি কান্তার মরু পেরুনোর চ্যালেঞ্জ
৫৫তম টেস্টে চার হাজার রান করতে তামিম করেছেন ৮ সেঞ্চুরি আর ২৫টি ফিফটি। ৩৮.১১ গড় বাংলাদেশের সেরা ব্যাটসম্যানের।
তামিমের পরেই আছেন মুশফিকুর রহিম। দেশের হয়ে যৌথভাবে সর্বোচ্চ ৬১ টেস্ট খেলতে নামা মুশফিকের রান এই ইনিংসের আগে ৩৬৩৬।
Comments