‘ভয় গোপন করছে বেলজিয়াম’
গতকালই বেলজিয়াম ডিফেন্ডার ভিনসেন্ট কোম্পানি দাবি করেছেন, প্রতিপক্ষ ব্রাজিল বলে খেলার আগেই হেরে গেছেন, এমনটা ভেবে রাতের ঘুম নষ্ট করছেন না তারা। তবে এবার ব্রাজিলীয় ডিফেন্ডার মিরান্ডা দাবি করেছেন, নিজেদের ভয় গোপন করতেই এসব মন্তব্য করছেন কোম্পানি।
মিরান্ডার দাবি, ব্রাজিল ম্যাচকে সামনে রেখে ভয়ে আছেন বেলজিয়ামের ফুটবলাররা। তাই নিজেদের খেলোয়াড়দের উজ্জীবিত করতে ও ব্রাজিলকে খেপিয়ে তুলতে এমন মন্তব্য করেছেন কোম্পানি।
গতকাল কোচ তিতের সাথে সংবাদ সম্মেলনে এসে মিরান্ডা বলেছেন, ‘আমরা জানি, আমাদেরকে খোঁচানোর জন্য এমন কৌশলের আশ্রয় নিয়েছে বেলজিয়াম। আমার মনে হয় এটা তাদের ভয় গোপন করার একটা কৌশলও। ভয় লুকানোর জন্যই লোকে এমন কৌশলের আশ্রয় নেয়।’
কোম্পানি কেন এরকমটা করেছেন সেটার ব্যাখ্যাও দিয়েছেন বেলজিয়ামের বিপক্ষে অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া মিরান্ডা, ‘ব্রাজিল জাতীয় দলের সাথে খেলতে হলে আপনাকে পূর্ণ প্রস্তুত হয়েই খেলতে নামতে হবে। কোম্পানির মতো একজন নেতৃস্থানীয় খেলোয়াড়কেও তার সতীর্থদের উপর আস্থা রাখতে হবে। অভিজ্ঞ খেলোয়াড়েরা তাদের কথাবার্তা ও কাজের মধ্য দিয়েই দলের বাকিদের সাহস জোগাতে চায়।’
টুর্নামেন্টে এরই মধ্যে চার গোল করে ফেলেছেন বেলজিয়াম স্ট্রাইকার রোমেলু লুকাকু, গোল্ডেন বুটের লড়াইয়েও আছেন বেশ ভালোভাবে। তবে মিরান্ডা বলছেন, বেলজিয়াম মানেই শুধু লুকাকু নয়, ‘বেলজিয়াম কেবল লুকাকুর উপর নির্ভরশীল নয়। কোন সন্দেহ নেই আক্রমণের দিক থেকে বেলজিয়াম খুবই শক্তিশালী একটি দল। প্রতিপক্ষকে আটকানোর সবচেয়ে ভালো উপায় হচ্ছে তাদের সব খেলোয়াড়ের সম্পর্কেই সমানভাবে সজাগ থাকা। কারণ তাদের দলে বেশ কয়েকজন মানসম্মত খেলোয়াড় আছে। ওরা স্কিলফুল, উচ্চতাও ভালো। ওদের আক্রমণ ঠেকাতে আমাদের রক্ষণভাগকে তাই ভালোভাবে প্রস্তুত থাকতে হবে।’
বাংলাদেশ সময় আজ রাত বারোটায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও বেলজিয়াম।
Comments