হ্যাটট্রিক করলেই জমি পাবেন নেইমার!

ব্রাজিল সুপারস্টারের জন্য বিশেষ কিছু করতে চাইছে রুশ শহর কাজান। কাজান কর্তৃপক্ষ তাই নেইমারের জন্য বিশেষ এক ঘোষণা দিয়েছে। বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হ্যাটট্রিক করতে পারলেই নেইমারকে উপহার হিসেবে কাজানে জমি দেবে তারা!
Neymar
অনুশীলনে মজা করছেন নেইমার। ছবি: রয়টার্স

ব্রাজিল সুপারস্টারের জন্য বিশেষ কিছু করতে চাইছে রুশ শহর কাজান। কাজান কর্তৃপক্ষ তাই নেইমারের জন্য বিশেষ এক ঘোষণা দিয়েছে। বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হ্যাটট্রিক করতে পারলেই নেইমারকে উপহার হিসেবে কাজানে জমি দেবে তারা!

রুশ সংবাদ সংস্থা তাসকে এমনটাই জানিয়েছেন কাজান শহরের মেয়র ইলসার মেতসিন, ‘যদি সে সামনের ম্যাচে হ্যাটট্রিক করতে পারে, তাহলে নেইমারকে জমি উপহার দেয়ার জন্য স্পন্সর খুঁজে বের করব আমরা। নেইমারের পাশের বাড়িতেই আমরা থাকছি, ভাবতে পারছেন কী আলোড়ন তুলবে ব্যাপারটা!’

এখনও পর্যন্ত টুর্নামেন্টে দুই গোল করেছেন নেইমার। আজ বেলজিয়ামের বিপক্ষে হ্যাটট্রিক করতে পারলে তাঁর দলের জয়ের সম্ভাবনা তো বাড়বেই, গোল্ডেন বুটের লড়াইয়েও হ্যারি কেইনের কাছাকাছি পৌঁছে যাবেন। সাথে যদি উপহার হিসেবে পেয়ে যান এক খন্ড জমিও, তাতে মন্দ কী! পারবেন নেইমার?

 

Comments

The Daily Star  | English

Food inflation above 10% for half a year, why?

Experts say raising policy rate would have little impact on lowering food prices

3h ago