কেবল নেইমার একাই ডাইভ দেয় না: মরিনহো

Jose Mourinho
হোসে মরিনহো। ফাইল ছবি (রয়টার্স)

নেইমারের ডাইভ দেয়া দিয়ে মুখ খোলেননি এমন লোক বোধহয় খুব কম পাওয়া যাবে। সর্বশেষ এই তালিকায় যোগ হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ হোসে মরিনহো। পর্তুগীজ এই কোচ বলছেন, বিশ্বকাপে নেইমার একা নন, ডাইভ দিচ্ছেন আরও অনেকেই। তাই শুধু নেইমারের সমালোচনা করাটা অযৌক্তিক।

নেইমারের ডাইভ প্রসঙ্গে কথা বলতে গিয়ে মরিনহো বলেছেন, ‘লোকে শুধু নেইমারের কথাই বলছে। কিন্তু ডাইভ শুধু নেইমার একাই দিচ্ছে এমনটা তো না। এমনটা হলে খুশিই হতাম আমি। শুধু নেইমার নয়, প্রতিটি দলেই এমন খেলোয়াড় আছে যারা ডাইভ দিয়ে, অভিনয় করে রেফারির উপর চাপ তৈরি করতে চায়। এতে করে খেলার মান নষ্ট হয়।’

ইংল্যান্ড-কলম্বিয়া ম্যাচে ইংলিশ ডিফেন্ডার হ্যারি মাগুয়ের ডাইভ দিয়েছেন বলেও মনে করছেন মরিনহো। আর খেলোয়াড়দের এই অভ্যাস রেফারিদের কাজটাকে আরও কঠিন করে তুলছে বলেই অভিমত মরিনহোর, ‘শুধু ইংল্যান্ড-কলম্বিয়া ম্যাচে নয়, প্রায় প্রতিটা ম্যাচেই এই দৃশ্য দেখতে পাওয়া যায়। প্রতি ম্যাচেই রেফারিদের জন্য কাজটাকে কঠিন করে তুলছে তারা। এমনকি ভিএআর আসার পরেও খেলোয়াড়েরা শুধরাচ্ছে না। হ্যারি মাগুয়েরের মতো খেলোয়াড়কেও ডাইভ দিতে দেখে আমি বিস্মিত। সাধারণত ও এমনটা করে না। লাখ লাখ দর্শকের সামনে খেলোয়াড়েরা বিশ্বকাপে তাদের দেশকে প্রতিনিধিত্ব করছে, অন্তত এটুকু দায়িত্ববোধ তো তাদের থাকা উচিত।’

মরিনহো কথা বলেছেন ইংল্যান্ড দলকে নিয়েও। ৫০ বছরেরও বেশি সময় পরে আবারও বিশ্বকাপের ফাইনালে ওঠার সুবর্ণ সুযোগ থ্রি লায়ন্সদের সামনে, এমনটাই মনে করছেন তিনি, ‘অনেক বছর ধরে ইংল্যান্ড বিশ্বকাপের ফাইনালে যায় না। কোয়ার্টার ফাইনালে তারা খেলবে সুইডেনের সাথে, সেমিফাইনালে রাশিয়া কিংবা ক্রোয়েশিয়ার সাথে। আমি তো বলব, এবার ইংল্যান্ডের ফাইনালে ওঠার খুব ভালো সম্ভাবনা রয়েছে।’

এর আগে আর্জেন্টিনা-পর্তুগাল ফাইনাল খেলবে বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন মরিনহো। দুই দলই বাদ পড়েছে শেষ ষোলো থেকে। এবারে দেখা যাক মরিনহোর কথা কতটুকু মেলে!

Comments

The Daily Star  | English

Remittance rose 9% in August

However, August’s inflow was 2.22 percent lower than the previous month

1h ago