স্টেডিয়াম নয়, এ যেন ফেভারিটদের মৃত্যুকূপ!
ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি- চাইলে তিন দলের সমর্থকেরাই এখন ফিফার কাছে অভিযোগ জানাতে পারেন। তিন দলেরই সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো কেন কাজানেই দিতে হলো!
রাশিয়ার সবচেয়ে ঠাণ্ডা শহর বলে পরিচিতি আছে কাজানের। সেই ঠাণ্ডা শহর কাজানে উষ্ণ অভ্যর্থনা পেলো না তিন বড় দলের কেউই। কাকতালীয় হলেও সত্য, বিশ্ব ফুটবলে সবচেয়ে জনপ্রিয় তিন দলের বিশ্বকাপ থেকে বিদায় হয়েছে এই কাজান অ্যারেনা থেকেই। বড় দলগুলো চাইলে তাই কাজানকে এখন মৃত্যুকূপই ডাকতে পারে!
প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে হার ও দ্বিতীয় ম্যাচে সুইডেনের বিপক্ষে জয়ের পর গ্রুপের তৃতীয় ম্যাচ খেলতে এই কাজানে এসেছিল জার্মানি ও দক্ষিণ কোরিয়া। ফলাফল, প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ার কাছে হেরে ৮০ বছর পর বিশ্বকাপ থেকে বাদ পড়তে হয়েছে জার্মানিকে।
তিন দিন পর নকআউট পর্বের প্রথম ম্যাচে এসে একই ভাগ্য বরণ করতে হয়েছে মেসির আর্জেন্টিনাকেও। এই কাজানেই ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে রাশিয়া থেকে বিদায় নিতে হয়েছে মেসিকে। এক সপ্তাহ পর এই কাজান অ্যারেনা থেকেই বিদায়ঘণ্টা বাজলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। মৃত্যুকূপ ছাড়া আর কী বলবেন এই ভেন্যুকে!
এই তিন দল ছাড়া কাজানে এসে হারের স্বাদ পেয়েছে রবার্ট লেভান্ডোস্কির পোল্যান্ডও। তবে ফ্রান্স-বেলজিয়ামের মতো দলগুলো এবার একটু স্বস্তি ফেলতে পারে। ব্রাজিল-বেলজিয়াম ম্যাচটিই যে এই বিশ্বকাপে কাজানে অনুষ্ঠিত শেষ ম্যাচ ছিল।
আরও পড়ুন ঃ দুধে পানি মিশিয়ে খাওয়া সেই ছেলেটিই আজ বিশ্বকাপ সেমিতে
Comments