‘মেসি-রোনালদোর পর্যায়ে আসতে আরও দুবছর লাগবে নেইমারের’

Neymar

নেইমারের সাবেক কোচ তিনি। গত বিশ্বকাপে নেইমারদের কোচ হয়ে দাঁড়িয়েছিলেন ব্রাজিলের ডাগআউটেও। নেইমারের সামর্থ্য সম্পর্কে তাই ভালোই ধারণা আছে লুইস ফেলিপে স্কলারির। ব্রাজিলকে ২০০২ বিশ্বকাপের শিরোপা এনে দেয়া সেই স্কলারি বলছেন, নেইমার যত ভালো খেলোয়াড়ই হোক না কেন, কখনোই পেলেকে ছাড়িয়ে যেতে পারবেন না তিনি। এমনকি মেসি-রোনালদোর পর্যায়ে আসতেও তার আরও দুবছর লাগবে।

ব্রাজিলের জার্সি গায়ে এরই মধ্যে ৫৫ গোল হয়ে গেছে নেইমারের। আর ২৩ গোল করতে পারলেই পেলেকে ছাড়িয়ে হয়ে যাবেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। বয়স মাত্র ২৬, পেলের এই রেকর্ড ভেঙে দেয়ার তাই সবচেয়ে ভালো সম্ভাবনা নেইমারেরই। কিন্তু স্কলারি বলছেন, রেকর্ড ভাঙুক আর যাই করুক, পেলেকে ছাড়িয়ে যাওয়া কখনোই সম্ভব নয় নেইমারের পক্ষে, ‘ব্রাজিলের সবাই জানে নেইমার কে আর পেলে কে। আমরা সবাই জানি, পেলে কেবল একজনই। পেলে একজনই ছিল, তাঁর মতো কেউ আর কখনোই আসবে না। একজন ফুটবলার খুব ভালো হতে পারেন, অসাধারণও হতে পারেন, কিন্তু কখনো পেলের মতো হতে পারেন না। কারণ পেলের কোন উত্তরসূরি নেই। কেউ কখনো তাঁর সমপর্যায়ে যেতে পারবে না।’

বার্সেলোনা থেকে পিএসজিতে গিয়ে নিজের ক্যারিয়ারকে নেইমার নিজেই উল্টোদিকে নিয়ে গেছেন, এমনটাও মনে করেন কিংবদন্তি এই কোচ, ‘বার্সেলোনায় থাকার সময় ও প্রায় মেসি-রোনালদোর পর্যায়েই চলে এসেছিল। কিন্তু সেরা হওয়ার প্রক্রিয়াটা কখনো এক দুই দিনের মধ্যে শেষ হয়ে যায় না। সে এখনও সেরা হওয়ার পথেই আছে, তবে এখন হয়তো ওর আরেকটু বেশি সময় লাগবে। হয়তো আরও এক বা দুই বছর পরে ও মেসি-রোনালদোর পর্যায়ে আসতে পারবে।’    

আরও পড়ুন ঃ যে পাঁচ কারণে ব্রাজিলের এমন হার

Comments

The Daily Star  | English
Khaleda Zia calls for unity

Institutionalise democracy, stay united

Urging people to remain united, BNP Chairperson Khaleda Zia has said the country must quickly seize the opportunity to institutionalise the democratic system.

2h ago